অক্সফোর্ডের ভ্যাকসিন এর ওপর আস্থা বেশি ব্রিটিশদের

করোনোর ভয়াল থাবা থেকে রক্ষা পেতে ভ্যাকসিনকেই একমাত্র ভরসা হিসেবে দেখা হলেও নানা পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল ও প্রস্তুতি নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এই ভ্যাকসিন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির মধ্যেও।
বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিনের অগ্রগতি সাফল্য দেখালেও ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ওপর আস্থা বেশি ব্রিটেনবাসীর। ইতোমধ্যে ব্রিটিশ সরকার মডার্না ভ্যাকসিনের ৫০ লাখ ডোজ অর্ডার করেছে। করোনা ভাইরাস মোকাবিলায় এটি ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকরি বলে দাবি করা হচ্ছে। তবে ভ্যাকসিন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির।
করোনা টিকা নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে। বিভিন্ন সময়ে আমরা ইতিবাচক তথ্য পাচ্ছি। কিন্তু টিকা এখনো পর্যন্ত বাজারে আসেনি। হয়তো উদ্ভাবনে আশানুরূপ ফলাফল না পাওয়া যায়নি। তবে আমরা আশাবাদী বিজ্ঞানীরা শিগগির কার্যকর টিকা উদ্ভাবনে সক্ষম হবেন।’
‘টিকা তৈরি হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের তথ্য-উপাত্য প্রকাশ করছে। টিকা তৈরি কিন্তু শেষ কথা হয়। উদ্ভাবন করা টিকা শরীরের কতটা কার্যকর হবে, কতটা পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত হবে সেটাও দেখার বিষয়। আমরা কাছে মনে হয়, কার্যকর, নিরাপদ এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন একটি টিকা সাধারণ মানুষের জন্য নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
‘করোনা সংক্রমণ বাড়ছে। দেখা যাচ্ছে সংক্রমণের প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপ চলছে। আবার তৃতীয় ধাপও আসতে পারে। বিজ্ঞানীরা নির্ভর করছেন টিকার ওপর। রাজনীতিবিদরাও একই দিকে তাকিয়ে। টিকরা জন্য এ অপেক্ষা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি করছে। আমাদের বিশ্বাস অক্সফোর্ডের টিকা করোনারোধে প্রত্যাশিত ফলাফল নিয়ে আসবে।’
করোনার ভ্যাকসিন এর চূড়ান্ত প্রয়োগ নিয়ে ব্রিটিশ সরকার এখনো নানা হিসেব নিকেশ করছেন। ভ্যাকসিন অনুমোদনের পর প্রয়োগের ক্ষেত্রে প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে বলে মনে করেন লন্ডনে কর্মরত বাংলাদেশি এই চিকিৎসক।
লন্ডনের কুইন এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক ডা. বিশ্বজিত রায় বলেন, গুরুত্ব অনুযায়ী কারা ভ্যাকসিন পাবেন তার একটি তালিকা ব্রিটিশ সরকার করে রেখেছে। টিকা আবিষ্কারের পর তা রক্ষণাবেক্ষণ, পরিবহন, জনসাধারণের নাগালে পৌঁছে দেয়াসহ নানাবিধ পরিকল্পনা তাতে রয়েছে।
দুই সপ্তাহ পর ব্রিটেনে চলমান লকডাউন শেষ হতে যাচ্ছে। দেশটিতে বর্তমানে গড়ে প্রতিদিন ২০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।