করোনা ভাইরাস: পূর্ব লন্ডনের এক্সেল সেন্টারে নির্মান করা হচ্ছে ৪ হাজার শয্যার অস্থায়ী হাসপাতাল

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩৩৫ জনে পৌছেছে। যা গতকালের তুলনায় ৫৪ জন বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে সর্বমোট মৃতের সংখ্যা ৩০৩ জন। এর আগে গতকাল রবিবার বিকেলে ব্রিটেনের হাজারো মানুষ প্রধানমন্ত্রীর নির্দেশগুলোকে অমাণ্য করে পর্যটন কেন্দ্রগুলিতে ভীড় জমায়। প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে সকলকে ২ মিটার দুরুত্ব বজায় রাখার পরামর্শ দিলেও তা আমলে নেননি অনেকেই। আর তাই সরকারী এমন নির্দেশ অমাণ্য করায় কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
এদিকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা করার জন্য পূর্ব লন্ডনের এক্সেল সেন্টারকে প্রায় ৪ হাজার শয্যা বিশিষ্ট একটি অস্থায়ী হাসপাতালে রূপান্তর করার বিষয়ে সরকার নজর দিচ্ছে। সামরিক পরিকল্পনাকারীদের একটি দল এই উইকেন্ডে ১১,০০০ স্কয়ার মিটারের একটি প্রদর্শনী স্থানটি পরিদর্শন করেছে বলেও নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রনালয়।

যুদ্ধকালীন সমযয়ে মোবাইল হাসপাতাল স্থাপনে সশস্ত্র বাহিনীর অনেক অভিজ্ঞতা রয়েছে, তবে এমওডি জানিয়েছে যে এটি কোনও "সামরিক ক্ষেত্রের হাসপাতাল" হবে না।
যদিও সামরিক পরিকল্পনাকারীরা হাসপাতালটি স্থাপনে এবং প্রয়োজনে ব্যাকআপ স্টাফ সরবরাহ করতে সহায়তা করবে। প্রতিরক্ষা সূত্রগুলি স্কাই নিউজকে জানিয়েছে, এটি এনএইচএস দ্বারা পরিচালিত হবে।