করোনা ভাইরাস বন্ধে অফিস,পাব,ভ্রমন এড়িয়ে চলতে বললেন বরিস জনসন

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের পরিকল্পনার পরবর্তী পদক্ষেপের রূপরেখা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সরকারের কোবরা বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন,পরিবারের কারও যদি জ্বর,সর্দি কাঁশি থাকে সেক্ষেত্রে পরিবারের সকলে যেন ১৪ দিন নিজেদের আইসোলেটেড করে রাখে। পাশাপাশি যুক্তরাজ্যে সব ধরনের জনসমাগম বা জনসমাবেশ নিষিদ্ধ করেন প্রধানমন্ত্রী। এছারাও জনগনকে ঘর থেকে কাজ করার পরামর্শ দিয়ে মিস্টার জনসন, সকলকে পাব,বার,ও থিয়েটার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়,বয়োবৃদ্ধদের মধ্যে যারা স্বাস্থ্য ঝুকিতে রয়েছেন তাদের আগামী ১২ সপ্তাহের জন্য সামাজিক যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
অপরদিকে সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার ক্রিস হুইটি বলেন, কেউ যদি করোনা ভাইরাসের লক্ষন গুলো অনুধাবন করে সেক্ষেত্রে তারা এনএইচএস এর ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নির্দেশনা নিতে পারেন। প্রাথমিক অবস্থায় জরুরী সেবা সার্ভিসে ফোন করার কোন প্রয়োজন নেই। যদি কারও শারীরিক অবস্থা বেশী অবনতি হয় সেক্ষেত্রে জরুরী সেবা গ্রহন করা শ্রেয় হবে।
এছারাও বলা হয়,৭০ বছরের বেশি বয়সীদের বাড়িতে থাকার সময় শুরু হওয়ার পরে তাদের কিছু সময়ের জন্য বাইরে হাঁটতে যাওয়ার সুযোগ দেয়া হবে। এদিকে আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওয়েলসে প্রথম একব্যক্তি মৃত্যুবরন করেছে। সবমিলিয়ে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা দাড়ালো ৫৩ জনে। যুক্তরাজ্যে যারা মারা গেছেন তাদের বেশিরভাগই ৬০ উর্ধ্ব ছিলেন এবং সকলেই বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভূগছিলেন। এছারাও আজ সোমবার যুক্তরাজ্যে আরও ১৭১ জনের করোনা ভাইরাসের ইতিবাচক ফলাফল এসেছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা মোট ১ হাজার ৫৩৩ জন। আক্রান্তদের মধ্যে ওয়েলসে ৩০ জন এবং স্কটল্যান্ডের ১৮ টি অন্তর্ভুক্ত রয়েছে। জানা যায়, যুক্তরাজ্যে ৪৪ হাজারের ও বেশি লোককে পরীক্ষা করা হয়েছে। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় দেশের স্কুল,কলেজ বন্ধ না করায় ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।