করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারী নির্দেশ অমাণ্য করছে তারা স্বার্থপর

যুক্তরাজ্যে করোনা ভাইরাস মহামারী মোকাবেলা করার জন্য যারা সরকারী পরামর্শকে অবহেলা করছে তাদের কে “খুব স্বার্থপর“ বলে আক্ষায়িত করেছে যুক্তরাজ্যর স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। মন্ত্রী বলেন,ভাইরাসটি যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য যদি আরও পদক্ষেপ" নিতে হয় তাহলে সেটিও সরকার নিতে রাজি। গেল উইকএন্ডের শেষের দিকে, অনেক ছবিতে দেখা যায়,যুক্তরাজ্যের বিভিন্ন অংশ জুড়ে খোলা জায়গা গুলোতে সাধারন মানুষ জন ভীড় জমাচ্ছেন।
এদিকে সর্বশেষ পরিসংখ্যান অনুসারে যুক্তরাজ্যের মৃতের সংখ্যা ২৮৯-এ পৌঁছেছে এবং এর মধ্যে ১৮ বছর বয়সী একজন ব্যক্তিও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। অন্যদিকে, যুক্তরাজ্য জুড়ে যারা কোভিড -১৯ আক্রান্ত হবার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন তাদের ১২ সপ্তাহের জন্য বাড়িতে থাকতে বলা হচ্ছে। এনএইচএস ইংল্যান্ড ঘোষণা করেছে যে, তারা স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ১.৫ মিলিয়ন নাগরিককে চিহ্নিত করেছে, যার মধ্যে স্কটল্যান্ডের ২লক্ষ ওয়েলসের ৭০ হাজার এবং উত্তর আয়ারল্যান্ডের ৪০ হাজার নাগরিক রয়েছে।
এর আগে যুক্তরাজ্যর স্কুলগুলোকে বেশিরভাগ শিক্ষার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, "একেবারে প্রয়োজনীয়" না হলে তাদের বাচ্চাদের বাড়িতে রাখার জন্য বাবা-মাকে অনুরোধ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৮৩ জন।