যুক্তরাজ্যের হাসাপাতাল গুলোতে আজ সোমবার নতুন করে ২৮৮ জনের মৃত্যু
বৈশ্বিক মহামারী আকার ধারন করা মরণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাজ্যের হাসাপাতাল গুলোতে আজ সোমবার নতুন করে ২৮৮ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে বলা হয়েছে, সব মিলিয়ে ইংল্যান্ডে মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৭৩৪ জন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় টেন ডাউণিং স্ট্রীট জানিয়েছে, লন্ডন এনএইচএস নাইটিঙ্গেল হাসপাতালকে এখন আপাতত "স্ট্যান্ডবাই" রাখা হবে, তার কারন আগামী দিনগুলিতে নতুন কোনও করোনাভাইরাসে আক্রান্ত রোগীর ভর্তির প্রত্যাশা নেই।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেছেন, সীমিত চাহিদার কারণে এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে। যুক্তরাজ্যে করোনাভাইারাসের প্রকোপ বেড়ে যাওয়ার পরে গত এপ্রিল মাসের শুরুর দিকে লন্ডনের এক্সেল প্রদর্শনী কেন্দ্রে অস্থায়ী হাসপাতালটি নির্মান করা হয়েছিল যেখানে ৪ হাজার রোগীকে এক চিকিৎসা দেয়া সম্ভব। সরকারের মুখপাত্র্য আরও বলেন, লন্ডনের করোনা ভাইরাস পরিস্থিতি যখণ নিয়ন্ত্রণে থাকবে তখন লন্ডন নাইটেঙ্গেল হসপিটালে রোগীদের ভর্তি করার প্রয়োজন হবে না।
এনএইচএসকে সুরক্ষিত রাখতে সরকারের পরামর্শ গুলোকে অনুসরণ করার জন্য লন্ডনে বসবাসরত প্রত্যেক নাগরিকদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন সরকারের এ মুখ্যপাত্র।