যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আরও ৪০ জনের মৃত্যু

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় ইংল্যান্ড,স্কটল্যান্ড ও ওয়েলসের স্কুল গুলো পরবর্তী নিদের্শনা দেয়া পর্যন্ত আজ শুক্রবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তবে এনএইচএস, সোস্যাল ওয়ার্কার, টিচার্স এবং ফুড ডেলিভারির করেন এধরনের পিতামাতাদের বাচ্চাদের জন্য স্কুল খোলা থাকবে। এছারাও দেশটির এ-লেভেল এবং জিসিএসই পরীক্ষা বাতিল করা হচ্ছে। শুধু তাই নয়, করোনা ভাইরাস মোকাবেলা ও সেবা বৃদ্ধি করার জন্য ইংল্যান্ড এবং ওয়েলসের ৬৫ হাজারেরও বেশি অবসরপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের এনএইচএসে কাজে ফিরে যেতে বলা হয়েছে।
এছারাও যুক্তরাজ্যের লাখো চাকুরি রক্ষার করার জন্য ব্রিটিশ চ্যান্সেলর রিষি সুনাক স্টাফদের মজুরি ভর্তুকি প্যাকেজ ঘোষণা করতে প্রস্তুত রয়েছে। অপরদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওয়েলসে তৃতীয় রোগী মারা গিয়েছে নিশ্চিত হওয়া গেছে। আর এ নিয়ে যুক্তরাজ্যে মোট মৃত্যুর সংখ্যা ১৭৭ এ উন্নীত এবং মোট আক্রান্ত ৩,২৬৯ জন নিশ্চিত হওয়া গেছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, সবাই যদি সরকারের দেয়া নির্দেশনা অনুসরণ করে সেক্ষেত্রে আগামী ১২ সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসকে দমন করা সম্ভব অন্যথায় এ ভাইরাস আরও মহাকারী আকার ধারন করবে।