শিশুদের ফ্রি স্কুল মিল প্রদানের ব্যাপারে ফুটবলার মারকাস রাসর্ফোর্ডের ক্যাম্পেইনে সমর্থন জানিয়েছে লেবার পাটি

য্ক্তুরাজ্যে স্কুল হলিডের সময় শিশুদের ফ্রি স্কুল মিল প্রদানের ব্যাপারে ফুটবলার মারকাস রাসর্ফোর্ডের ক্যাম্পেইনে সমর্থন জানিয়েছে লেবার পার্টি।
দলটি সরকারের মন্ত্রীদের বিষয়টি সুরাহা করার জন্য ৭২ ঘন্টা সময় বেধেঁ দিয়েছে। লেবার পার্টি সর্তক করে বলেছে , যদি শিশুদের স্কুল মিল অবিলম্বে চালু করা না হয় , সেক্ষেএে প্রায় ১ মিলিয়ন শিশু অভুক্ত থাকবে। ছায়া শিক্ষামন্ত্রী কেট গ্রিন বলেছেন, সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে।
এদিকে ফুটবলার মারকাস রাসর্ফোড জানিয়েছে, সরকার তার দাবি প্রত্যাক্ষান করলেও তিনি তার ক্যাম্পেইন চালিয়ে যাবেন।অন্যদিকে টেন ডাউনিং স্ট্রিটের একজন মুখপাএ জানিয়েছেন, হলিডের সময় শিশুদের ফ্রি মিল প্রদান স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব নয়।