লুটনে কমিউনিটি ব্যক্তিত্ব ফাতেমা ইসলাম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

মাহমুদুর রহমান তারেক, লুটন : যুক্তরাজ্যের লুটনের কমিউনিটি ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজসেবক প্রয়াত ফাতেমা ইসলাম স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ জুলাই রোববার লুটন টাউনের একটি হল রুমে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি কমিউনিটি লুটনের আয়োজনে শোকসভায় সভাপতিত্ব করেন, লুটন ব্যারিপার্ক জামে মসজিদের সভাপতি হাজী আবুল হুসাইন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মসজিদ বিলালের ইমাম হাফেজ ফাহাদ আহমেদ।
তরুণ সমাজসেবী দেলোওয়ার আহমদ শাহানের পরিচালনায় ফাতেমা ইসলামের কর্মময় জীবন নিয়ে আলোচনায় করেন, ড: নাজিয়া খানম ওবিই। স্বাগত বক্তব্য রাখেন মো. আব্দুর রকিব।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, লুটনের সাবেক মেয়র তাহির খান, আসাদুর রহমান মনসুর, ফয়ছল আহমদ, এম আর চৌধুরী রুহুল, এম এ মজনু, সিদ্দিকুর রহমান জয়নাল, সেলিম আহমদ, ইমদাদুর রহমান, আব্দুল মালিক, ফিরুজুল হক, মনজুর আহমদ সানাজ, সুরুক মিয়া, এস আলম মাখন, নজরুল ইসলাম, হারুন মিয়া, গাজী বকুল প্রমুখ।
পরে প্রয়াত ফাতেমা ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, লুটনের জালালাবাদ মসজিদের প্রাক্তন ইমাম বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা বশির আহমদ।
জনাকীর্ণ নাগরিক শোক সভায় বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান নাগরিকরা অংশ গ্রহণ করেন।