স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ১৫ লাখ মানুষকে চিঠি পাাঠাচ্ছে যুক্তরাজ্য সরকার

মরনঘাতী করোনা ভাইরাসের ভয়াল তাবা থেকে মুক্তি পেতে ঘরে থাকার আহবান জানিয়ে স্বাস্থ্য ঝুকিতে থাকা যুক্তরাজ্যের প্রায় ১দশমিক ৫ মিলিয়ন মানুষকে চিঠি পাঠানো হচ্ছে। সরকার জানিয়েছে, যারা বেশী স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে তাদের চিঠি বা ক্ষুদে বার্তার মাধ্যমে জোরালোভাবে পরামর্শ দেয়া হবে যে, তারা যেন তাদের রক্ষা করার জন্য ১২ সপ্তাহ বাড়ী থেকে বের না হয়।
যুক্তরাজ্যে মা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বরিস জনসন, দেশের মানুষকে তাদের প্রিয়জনদের সাথে দেখা না করার পরামর্শ ও সামাজিক দূরত্ব বজায় রাখার দিকনির্দেশনা দেওয়ার পরপরই দেড় মিলিয়ন মানুষকে চিঠি পাঠানোর বিষয়টি সামনে এল। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সকলের উচিত এ সময়টিতে বাসায় অবস্থান করা এবং এনএইচএসের উপরে চাপ কমিয়ে আনা।
এদিকে বিরুধী দলীয় নেতা জেরিমি করবিন ও লন্ডনের মেয়র সাদিক খানও দেশের জনগনকে সরকারের দেয়া পরামর্শগুলো মেনে চলার জন্য আহবান জানান। সাদিক খান বলেন, “প্রিয়জনদের জন্য এগুলো মেনে চলুন, যদি না মানেন তাহলে তারা মারা যাবে”
অপরদিকে আজ রবিবার পর্যন্ত যুক্তরাজ্যে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৩, এবং আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারেরও বেশী।