বেতন নিয়ে সরকার আলোচনা করলে নার্সদের ধর্মঘট প্রত্যাহার করা হতে পারে

যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ নার্সিং-এর প্রধান বলেছেন, স্বাস্থ্য মন্ত্রী যদি বেতন নিয়ে আলোচনা করেন তবে এই সপ্তাহে শুরু হওয়া নার্সদের ধর্মঘট প্রত্যাহার করা যেতে পারে।জেনারেল সেক্রেটারি প্যাট কুলেন বিবিসির সাথে কথা বলার সময় এমনটা জানান।
এদিকে ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে আগামী ১৫ এবং ২০ ডিসেম্বর নার্সরা ধর্মঘটে নামার কথা রয়েছে। আরসিএন ইউনিয়ন নার্সদের বেতন ৫% বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছে। এর আগে সরকার আগামী বছর থেকে ইংল্যান্ডে ডাক্তারদের জন্য গড় বেতন ৪.৫% এবং অন্যান্য কর্মীদের ৪.৭৫% বৃদ্ধির ঘোষণা করেছিল। মূলত বাড়তি বেতনের দাবিতেই তারা এই পথ বেছে নিয়েছেন।
অবশ্য ওই দুই দিন যুক্তরাজ্যে আরও অনেক খাতের কর্মীরাও ধর্মঘট করবেন। নার্সর সেখানে বিপুল সংখ্যায় যোগ দেবেন। রয়্যাল কলেজ অব নার্সিং(আরসিএন)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার তাদের দাবি মানেনি।
মুদ্রাস্ফীতি রেকর্ড পরিমাণ বেড়েছে। তাই তারা বেতন বাড়ানোর দাবি করেছিলেন। এই পরিস্থিতিতে স্কটল্যান্ড বাদ দিয়ে ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নার্সরা ধর্মঘটে অংশ নেবেন।
এদিকে ধর্মঘটের বিষয়ে ইউনিয়নের এই সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক চাপে পড়বেন। গত মাসে মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল ১১ দশমিক এক শতাংশ। যা গত ৪১ বছরের মধ্যে সবচেয়ে বেশি। আর শুধু নার্সরা নয়, বিভিন্ন খাতের কর্মীরাও বেতন বাড়ানোর দাবি করছেন।