চরমপন্থার নতুন সংজ্ঞা উন্মোচন করলো যুক্তরাজ্যের,টার্গেট হতে পারেন ইসলামপন্থী দলগুলো

হামাস ও ইসরাইল যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাজ্যের রাজনীতিতে। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে আজ বলা হয়েছে যুক্তরাজ্যের মন্ত্রীরা চরমপন্থার নতুন সংজ্ঞা উন্মোচন করতে যাচেছণ। যার অধীনে নির্দিষ্ট গোষ্ঠীগুলিকে সরকারী তহবিল থেকে এবং সরকারের উচ্চ পদস্ত কর্মকর্তাদের সাথে বৈঠক থেকে অবরুদ্ধ করা হবে। বিশেষ করে এমন গোষ্ঠীগুলোকে যারা "হিংসা, ঘৃণা বা অসহিষ্ণুতার" উপর ভিত্তি করে একটি মতাদর্শ প্রচার করে। তাদের জন্য এটি প্রযোজ্য হবে,যদিও তাদের কোন অপরাধী করা হবে না। যুক্তরাজ্যর কমিউনিটিস সেক্রেটারি মাইকেল গোভ বলেছেন, ইসরায়েল-গাজা যুদ্ধের পর থেকে চরমপন্থা বৃদ্ধি যুক্তরাজ্যের জন্য "সত্যিকারের ঝুঁকি" তৈরি করেছে।
এদিকে চরমপন্থা নিয়ে সরকারের সাম্পতিক বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন সিভিল লিভার্টিস এডভোকেট,কমিউনিট গ্রæপ এবং এমপিরা। সন্ত্রাসবাদ আইনের সরকারের স্বাধীন পর্যালোচক, জোনাথন হল সতর্ক করেছেন যে, নতুন নীতিটি "যুক্তরাজ্যের সুনাম ক্ষুন্ন করতে পারে তার কারণ এটিকে গণতান্ত্রিক হিসাবে দেখা হবে না"। যদিও সরকার কোন দলগুলিকে চরমপন্থী হিসাবে চিহ্নিত করার প্রস্তাব করেছে তা এখনও জানা যায়নি। তবে আসছে সপ্তাহগুলোতে একটি তালিকা প্রকাশ করা হবে বল প্রতিশ্রুতি দেয়া হয়েছে। যেখানে টার্গেট হতে পারেন ইসলামপন্থী এবং নব্য-নাৎসিদের গ্রæপ গুলো। ব্রিটেনের মুসলিম কাউন্সিলের প্রধান জারা মোহাম্মদ বিবিসি নিউজনাইটকে বলেছেন, সজ্ঞাটি "মুসলিম স¤প্রদায়কে অন্যায়ভাবে টার্গেট করার" দিকে নিয়ে যাবে। এদিকে সরকার ইতিমধ্যে ব্রিটেনের বৃহত্তম মুসলিম গোষ্ঠী মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন এর সাথে তাদের সম্পৃক্ততা কমিয়ে দিয়েছে এবং বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ সীমিত করেছে।