অষ্ট্রিয়া বিএনপির উদ্দেগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্ট্রিয়ার উদ্যোগে আজ ৩০ মে শনিবার সন্ধ্যা ৭ টায় ভিয়েনার একটি অভিজাত হোটেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয় ।
বিএনপি অষ্ট্রিয়া এর সাবেক সদস্য সচিব রেজাউর রহমান পলাশ এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অস্ট্রিয়া বিএনপির যুগ্ম আহবায়ক এছানউল্ল্যাহ আলমগীর। কোরনা পরিস্থিতিতে অস্ট্রিয়া প্রশাসনের বিধি-নিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সভার কার্যক্রম শুরু হয়
আলোচনা সভায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হোন অষ্ট্রিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিএনপি যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারন সম্পাদক হাসনাত কবির খান রিপন, প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান,নেয়ামুল বশির (টেলিফোনে) প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মোস্তফা, হানিফ ভূইয়া, কুতুবউদ্দিন মোহাম্মদ বখতিয়ার, মেহেদি জাহিদ,রোকন তালুকদার, মোয়াজ্জেম হোসেন, হেলাল উদ্দিন, কামাল হোসেন, শাহীন ভূইয়া, দুলাল ভূইয়া,মাঈদুল মিয়া মাহি, আরেফিন রানা,নাজমুল হোসেন নেয়ামত,জামাল উদ্দিন, মোহাম্মদ মাসুদ, ফাহাদ সহ প্রমুখ।
হাসনাত কবির খান তার বক্তব্যে বলেন, ১৯৮১ সালের ৩০ মে আজ থেকে ৩৮ বছর পূর্বে দেশী ও বিদেশী একটি মহলের ষড়যন্ত্র ও প্রতিহিংসার শিকার হয়ে তৎকালীন সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউসে শাহাদত বরণ করেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান। তিনি আরও বলেন, দেশে বিদেশে সকল জাতীয়তাবাদী কর্মী সমর্থক এক হয়ে কাজ করলে এই ফ্যাসিবাদী সরকারকে বাংলার জনগন চিরবিদায় করতে পারবে ইনশাআল্লাহ ।
বক্তারা বলেন, জিয়া আজ দৈহিকভাবে পৃথিবীতে নেই সত্য। কিন্তু তার দেশপ্রেম, জনকল্যাণকর রাজনীতি ও মানবপ্রেমের কারণেই জিয়া আজও অমর। ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়।দোওয়া পরিচালনা করেন সিনিয়র নেতা মাহবুবুর রহমান। বিএনপি অষ্ট্রিয়ার একনিষ্ঠ সহযোদ্ধা মিজবাহ উদ্দিন এর আশু রোগমুক্তি কামনা করে দোওয়া করা হয় যাতে উনি সুস্থ হয়ে ফিরে এসে বিএনপি অষ্ট্রিয়া কে শক্তিশালী করতে পারেন।