অস্ট্রিয়ায় এন্টি করোনার বিধি নিষেধ আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে
আজ শুক্রবার সংবাদ সম্মেলন করোনা সংক্রমনের সর্বশেষ তথ্য এবং প্রতিরোধ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জ বলেন, অ্যান্টি-করোনার মূল পদক্ষেপগুলি আগামী ইস্টার সোমবার অর্থ্যাৎ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। সকল ধরনের নিষেধাজ্ঞা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। তিনি বলেন, বিগত দিনের তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা ২০ শতাংশের নিচে , তবে এখনো অনেক বেশি। প্রধানমন্ত্রী জনগণের কাছে অনুরোধ করে বলেন, দয়া করে আমাদের সকল নিষেধাজ্ঞা মেনে চলুন, এটি পরিষ্কার যে, এই মুহুর্তে আমাদের দেশ অনেক অনিশ্চয়তায় রয়েছে।
তবুও আমরা মনে করি আমাদের পদক্ষেপগুলি কার্যকর হবে এবং আমরা যা করার সিদ্ধান্ত নিয়েছি তা করব। তিনি জোর দিয়ে বলেন, সামাজিক যোগাযোগ হ্রাস করা মানে সংক্রমণের ঝুঁকি হ্রাস করা।এজন্য করোনা মোকাবেলায় আমাদের সকল পদক্ষেপ আগামী ১৩ এপ্রিল (ইস্টার সোমবার) পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। দয়া করে আমাদের সকল পদক্ষেপ মেনে চলুন। এই পদক্ষেপগুলি সমর্থনকারী প্রত্যেকেই আমাদের দেশ এবং জনগণকে রক্ষায় অবদান রাখবে। আজ ভিয়েনায় অষ্ট্রিয়ার জাতীয় সংসদের প্রেসিডেন্ট Wolfgang Sobotka (ÖVP) সংবাদ সম্মেলনে বলেন, মাননীয় সংসদ সদস্য Johann Singer (ÖVP) করোনা ভাইরাসের Covid-19 দ্বারা সংক্রমিত হয়েছেন। তিনি বর্তমানে Steiermark এর একটি হাসপাতালে চিকিত্সাধীন আছেন।
তিনি Steiermark প্রদেশের Schiedlberg শহরের মেয়রের দায়িত্ব পালন করছেন। সংসদ প্রধান আরো বলেন Johann Singer সর্বশেষ গত রবিবার করোনা ভাইরাস সম্পর্কিত সংসদের বিশেষ অধিবেশনে যোগদান করেছিলেন। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী (Rudolf Anschober) সকলকে একে অপর থেকে দূরত্ব বজায় রাখার অনুরোধ জানান। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা সীমা অতিক্রম না করা উচিত। আমরা সকলেই সচেতন থাকতে হবে। আমরা এই পরিস্থিতি মোকাবেলায় একে অপরের উপর নির্ভরশীল। তিনি বলেন করোনা সংক্রমণ মোকাবেলায় বর্তমান পদক্ষেপ এর প্রভাব আগামী সপ্তাহে দৃশ্যমান হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাদের পক্ষে সম্ভব বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে অফিসের কাজ করতে অনুরোধ করেন। সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী (Karl Nehammer) বলেন, অস্ট্রিয়ান পুলিশ সকল নিষেধাজ্ঞা বাস্তবায়িত হয়েছে তা নিশ্চিত করবে এবং নিষেধাজ্ঞা অমান্য কারি কঠিন জরিমানার আওতাভুক্ত করবে।
আনুষ্ঠানিকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া কোনো প্রতিষ্ঠান নির্দেশ অমান্য করলে ৩০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা হবে।এবং কোন ব্যক্তি বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে থাকলে অথবা দুই জনের মধ্যে কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় না থাকলে ২৪০০ ইউরো জরিমানা করা হবে। পুলিশকে সহযোগিতা করতে ফেডারেল আর্মির ১৫০০ সৈন্য কাজ করছে। আজ শুক্রবার দুপুর এর তথ্য অনুযায়ী ২৩৮৮ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এবং ১৩ জনকে ইনটেনসিভ কেয়ারে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই পর্যন্ত করোনা আক্রান্ত মৃতের সংখ্যা ১৪ জন।এবং সুস্থ হয়েছে ১৫ জন।