অস্ট্রিয়া আওয়ামী লীগের মহান বিজয় দিবস উদযাপন
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/27/austria_al.jpg?itok=XqJDFBF-×tamp=1580125547)
ভিয়েনায় অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্ট্রিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন । সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বায়েজিদ মীর। বিশেষ অতিথি ছিলেন অষ্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভানেত্রী নাসরিন নাহীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত আলী, রুহিদাস সাহা, বীর মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী,বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল হুসেন,আওয়ামী লীগের অন্যতম সদস্য গাজী মোহাম্মদ, যুব লীগের সদস্য সচিব আবু সাইদ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভার শুরুতেই পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন আক্কাস আলী । এরপর বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহবান জানান।
সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় প্রবাসী কিশোর কিশোরীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রবাসী পরিবার-পরিজনসহ সকলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উপভোগ করেন।। একক ও দলীয় সংগীত পরিবেশন করে ফ্রিয়ানা, এথিনা, জুয়েল ও অন্যান্য ক্ষুদে শিল্পবৃন্দ।