অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বাংলাদেশের ৪৯ তম বিজয় দিবস উদযাপন
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/27/austria_bangobondhu_parishad.jpg?itok=7y4kEL-8×tamp=1580125762)
রবিবার ভিয়েনার স্থানীয় একটি হলে অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বাংলাদেশের ৪৯ তম বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভানেত্রী নাসরিন নাহীদ । সাধারণ সম্পাদক সৈয়দ রহমান মুক্তা ও সাখাওয়াত সেলিমের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বায়োজিদ মীর। বিশেষ অতিথি ছিলেন অস্ট্রিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।এছাড়াও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী কমিটির সদস্যবৃন্দের সক্রিয় ভূমিকা রাখার কারণে প্রাণবন্ত হয়ে উঠে অনুষ্ঠান টি। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক সংগ্রামের ইতিহাস তুলে ধরেন বক্তারা। প্রচার সম্পাদিকা রেহানা আক্তারের সঞ্চালনায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারক এর দায়িত্ব পালন করেন মুন্নি ইসলাম। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সামিয়া চৌধূরী সেতু, দ্বিতীয় ফ্রিয়ানা সরদার, তৃতীয় ঋতু এবং চতুর্থ স্থান অধিকার করে এথিনা সরদার।
নিগার সুলতানা রিক্তা সরদারের পরিচালনায় প্রবাসী কিশোর কিশোরীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সকলে। একক ও দলীয় সংগীত পরিবেশন করে ফ্রিয়ানা, এথিনা, আনিকা, পিয়া, সেতু, সীমন, ঋতু,সামস চৌধূরী ও অন্যান্য শিল্পবৃন্দ।