করোনা বিস্তার রোধে কঠোর বিধি-নিষেধ আরোপ করছে অস্ট্রিয়া সরকার
রবিবার অস্ট্রিয়ায় করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় জনের মৃত্যু হয়েছে। ৬৫ বছর বয়সী এই ব্যক্তি কাইসার ফ্রান্স ইউসেফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আই সি ইউতে মৃত্যু হয়।। এই নিয়ে অস্ট্রিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দুই জন। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রিয়ায় ৮৬০ জন আক্রান্ত হয়েছেন। । করোনা সন্দেহে ৮,১৬৭ জনকে পরীক্ষা করা হয়েছে । এদিকে অষ্ট্রিয়ার ইন্সব্রুক এ ইতালীয় ছাত্র দম্পতি করোনা ভাইরাসে আক্রান্তের পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন । অস্ট্রিয়া সরকার এই সংক্রামণ বিস্তার রোধে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে। আজ ভিয়েনায় 'অষ্ট্রিয়ান সংসদ' করোনা ভাইরাস ইস্যুতে এক বিশেষ জরুরী বৈঠকে বসেন ।
বৈঠকে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জ বর্তমান পরিস্থিতিতে নিয়োজিত সকলকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আগামী মঙ্গলবার থেকে সকল রেস্টুরেন্ট, পার্ক, খেলার মাঠসহ জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। ১. পেশাদারী কোন কাজ যা স্তগিত করা যাবে না, ২. খাদ্য ও ঔষধ কিনার জন্য এবং ৩. অন্য কাউকে সাহায্য করার প্রয়োজন এই তিন কাজ ব্যতীত ঘর থেকে বাইর না হবার নির্দেশ দিয়েছেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রীকে সেনাবাহিনীর মিলিশিয়া বিশেষ ট্রাস্ক ফোর্সকে পুলিশের সাথে কাজ করার নির্দেশ দেন। গত শনিবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী করোনা সঙ্কট মোকাবেলায় প্রথম ধাপে চার বিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা এবং ২৯ শে মার্চ পর্যন্ত অষ্ট্রিয়া- ইতালির সীমান্তবর্তী তিরল প্রদেশের কয়েকটি অঞ্চলকে কোয়ারেন্টাইন ঘোষণা করা করেছেন।
অস্ট্রিয়ার আল্পস অঞ্চলের চারটি শহর Ischgl, Kappl, See und Galtür St. Anton am Arlberg এবং Heiligenblut কে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আক্রান্ত দুর্গত এলাকা ঘোষণা করা হয়েছে।আল্পস পর্বতমালার পাদদেশের এই ছোট অঞ্চলগুলি শীতকালীন স্কেটিং খেলার জন্য প্রসিদ্ধ। অঞ্চলগুলি পর্যটক কেন্দ্র তাই বর্তমানে এখানে অনেক বিদেশীও আটকা পড়েছেন। শহরের মেয়র Josef Schachner শনিবার সকাল সাতটায় অষ্ট্রিয়ান প্রেস এজেন্সি APA এর সাথে এক সাক্ষাত্কারে তার এলাকায় এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিস্মিয় প্রকাশ করেছেন। তিনি আরও বলেন বিদেশী নাগরিকদের বিশেষ ব্যবস্থায় যার যার দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
তবে স্থানীয়দের কাউকে শহর থেকে বের হতে বা বাহির থেকে শহরে প্রবেশ করতে দেওয়া হবে না। অস্ট্রিয়ায় আগামীকাল সোমবার থেকে সুপারমার্কেট, ফার্মেসি ব্যতীত সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকিবে। এক জরীপে দেখাগেছে,সরকারের এই সিদ্ধান্ত কে দুই তৃতীয়াংশ জনগন সমর্থন করছেন । এদিকে কিছুক্ষন পূর্বে অষ্ট্রিয়ার সাথে জার্মান বর্ডার বন্ধ করে দেয়া হয় ।