যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব এর উদ্দ্যোগে এনএইচএস কর্মীদের প্যাকেটজাত খাদ্য বিতরন
করোনা মহামারীর প্রাক্কালে সম্মুখ সারিতে থেকে করোনা আক্রান্ত রুগীদের সেবাদানকরী এনএইচএস কর্মীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব এর উদ্দোগে শুক্রবার দুপুরে হোয়াইটচ্যাপেলস্থ রয়েল লন্ডন হসপিটালের স্টাফদের উপহার স্বরূপ প্যাকেটজাত খাদ্য বিতরন করা হয় ।
খাদ্য বিতরণ কালে হাসপাতাল এন এইচ এস স্টাফদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জয়নুল আবেদিন রোজ ও সাধারন সম্পাদক আজিজুল আম্বিয়া ।
এ সময় তারা বলেন , ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সেবামূলক কর্মসুচী গ্রহন করে আসছি , যার মধ্যে এই খাদ্য বিতরণ কর্মূচী একটি উল্লেখযোগ্য ।
সংগঠনের পক্ষ থেকে আগামীতেও আমাদের এ রকম কর্মসুচী অব্যাহত থাকবে।এ ছাড়াও খাদ্য বিতরণকালীন সময় খাদ্য সহযোগিতায় ছিলেন অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি খান জামাল নুরুল ইসলাম,মো:ইসলাম উদ্দিন,সহ সাধারন সম্পাদক ফেরদোসআরা পাখি, মন্জু আরা মনি প্রমূখ।