স্পেনের টেনেরিফে মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্টিত
নৈসর্গিক সৌন্দর্যের দেশ স্পেন, যার রয়েছে অসংখ্য দ্বীপপুঞ্জ, তার ই মোধ্যে অন্যতম কানারিয়াস দ্বিপপুঞ্জভুক্ত টেনেরিফ দ্বীপ, যেখানে বসবাস করে আসছেন প্রবাসী বাংলাদেশের ছোট্র একটি কমিউনিটি, ভ্রাতিত্ব আর সৌহার্দপূর্ণ পরিবেশে সবাই যেন একই পরিবারের সদস্য হিসেবে বাস করে আসছেন দীর্ঘ দিন যাবৎ, ভাগাভাগি করছেন আনন্দ বেদনা ।তারই ধারাবাহিকতায় বেঙ্গল টাইগার্স টেনিরিফের আয়োজন করে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ।
গত ১০ আগষ্ট রাতে টুর্নামেন্টের সমাপনী খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় টুর্নামেন্টের সকল দলের খেলোয়াড়দের পাশাপাশি টুর্ণামেন্টের খেলা দেখতে শিশু কিশোর মহিলা সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন
আমির হোসেন মন্টু, জাকির হোসেন, পাবলু আহমদ, সাগর ভূঁইয়া, জ্যাকিসান, শহীদ আহ্মেদ সাঈদ আহমেদ, রিঙ্কু আহমেদ তারেক সিদ্দিক, নাজিম খান সবুজ আলম, রুহুল আমিন, সাঈদ আহমেদ, জাহাঙ্গির সাগর প্রমূখ।
টুর্নামেন্ট এ মোট ৬ টি দল অংশগ্রহণ করে,প্রতিটি দলের হয়ে খেলেন ৮জন খেলোয়াড়।
বেঙ্গল টাইগার্স তেনেরিফ এবং আনটাচেবল টাইগার ফাইনালে অংশগ্রহণ করে ফাইনালে বিজয়ী হয় বেঙ্গল টাইগার রানার্স আপ হয় আনটাচেবল। এ লিগে ম্যান অব দ্যা সিরিজ হন রিজভী আহমেদ সর্বোচ্চ উইকেট নেন শাকিল আহমেদ, পুরুষকার বিতরণী অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বেঙ্গল টাইগার্স এর অন্যতম প্লেয়ার নাদিম আহমদ।
টুর্নামেন্টের আয়োজক ক্লাব বেঙ্গল ক্লাবের অন্যতম সদস্য নাদিম আহমেদ বলেন, টেনেরিফের সকল নবীন যুবকদেরকে বাংলাদেশি সংস্কৃতি তথা খেলাধূলার প্রতি উদ্বুদ্ধ করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে বড় পরিসরে এই ধরণের টুর্নামেন্টের আয়োজন করার চেষ্টা করা হবে।