লেস্টারে যাত্রা শুরু করেছে হাই লিংক ট্রাভেল এন্ড মানি ট্রান্সফার

উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে যুক্তরাজ্যের লেস্টারে যাত্রা শুরু করেছে বাংলাদেশী মালিকানাধীন হাই লিংক ট্রাভেল এন্ড মানি ট্রান্সফার নামক একটি সেবাধর্মী প্রতিষ্ঠানের। গতকাল রবিবার কমিউনিটির বিশিষ্ট জনদের উপস্থিতিতে এক অনারম্বর অনুষ্টানের মাধ্যমে প্রতিষ্টানটির শুভ উদ্ভোধন করা হয়।
এসময় প্রতিষ্ঠানটির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর শহিদ উল্লাহ খান। লেস্টারে ক্রমবর্ধমান বাংলিদেশী ও এশিয়ান কমিউনিটির চাহিদা ও সেবার কথা মাথায় রেখে এ ব্যবসায়িক যাত্রা শুরু করেছেন বলে জানিয়েছেন হাই লিংক ট্রাভেল এন্ড মানি ট্রান্সফারের চেয়ারম্যান নিজাম চৌধুরী।

এসময় অনুষ্ঠানে আগত অতিথিদের উদ্যেশ্যে আরও বক্তব্য রাখেন প্রতিষ্টানটির ডিরেক্টর রাসেল চৌধুরী, সিইও কামরুল ইসলাম। অনুষ্টানে প্রতিষ্টানটির চেয়ারম্যান নিজাম চৌধুরী জানান, লেসটার সহ আশে পাশের এলাকার কমিউনিটির মানুষের সেবার জন্য হজ্জ,ওমরা,এয়ার টিকেট,হলিডে প্যাকেজ, ছাড়াও টাকা প্রেরন,ভিসা সাপোর্ট সহ বিভিন্ন সেবা রাখা হয়েছে।

উন্নত গ্রাহক সেবা ও সুলভ মুল্যে সেবা দিয়ে গ্রাহকদের সন্তুষ্ট রাখাই তাদের মূল লক্ষ্য বলেও জানান তারা। শুধু তাই নয়, উন্নত সেবা প্রদানে প্রতিষ্টানটির মালিকগন সকল বাংলাদেশির সহযোগিতা কামনা করেন।
এছাড়াও অন্ষ্টুানের অতিথি কাউন্সিলর শহিদ উল্লাহ খান, হাই লিংক ট্রাভেল এন্ড মানি ট্রান্সফারের উত্তোরত্তর সম্মৃদ্ধি কামনা করেন। শেষে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে অনুষ্ঠানে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।