ওবিই খেতাবে ভূষিত হলেন ব্রিটিশ বাংলাদেশী আব্দুল হাই

ক্যামডেনের সাবেক কাউন্সিলর ও কেবিনেট মেম্বার আব্দুল হাই বৃটেনের রাজকীয় সম্মাননা ওবিই ( অর্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ার) এ ভূষিত হয়েছেন। প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন উপলক্ষে ২০২২ সালের সম্মাননা প্রাপÍদের তালিকায় এ সফল ব্রিটিশ বাংলাদেশীর নাম উঠে আসে।
মূলত দিনটিকে স্মরণীয় করে রাখতে বৃটেনে বসবাসরত বিভিন্ন গুণি ব্যক্তিবর্গকে রাণী এলিজাবেথ সম্মাননা প্রদান করতেন। তাদের মধ্যে আব্দুল হাই লন্ডনের ক্যামডেনে যুব সম্প্রদায় ও কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় পেলেন এই রাজকীয় ওবিই খেতাব। এদিকে মোঃ আব্দুল হাই এ সম্মনান পাওয়ায় দেশ-বিদেশের গুনি ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।
আবদুল হাই গত ২৩ ফেব্রুয়ারি,বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসে এক সেরিমনিতে প্রিন্স অফ ওয়েলস প্রিন্স উইলিয়ামের কাছ থেকে ওবিই পদক গ্রহন করেন এসময় তার সাথে ছিলেন তার সহধর্মীনি।

রাজকীয় সম্মাননা পেয়ে আবদুল হাই এক প্রতিক্রিয়ায় বলেন, “এটি সত্যিই ছিল একটি স্মরণীয় দিন। এ সম্মাননা শুধুমাত্র আমার অবদানকেই প্রতিফলিত করে না, বরং বন্ধু, সহকর্মী এবং বিশেষ করে, আমি যাদের সাথে কাজ করেছি সেই তরুণদেরও প্রতিফলিত করে। ভবিষৎতেও তিনি কমিউনিটির সেবায় কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন।