মাতৃভাষা দিবস উপলক্ষে রেডহিল বাংলা সোশ্যাল এন্ড স্পোর্টস ক্লাব সারে’র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

আন্তুর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রেডহিল বাংলা সোশ্যাল এন্ড স্পোর্টস ক্লাব সারে’র উদ্যোগে এক প্রীতি ইনডোর ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। দিবসটি উপলক্ষে খেলা শুরুর আগে রেডহিল বাংলা ক্লাবের প্রতিষ্ঠাতা শাহরিয়ার আহমেদ এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা বাঙালি আমরা বীরের জাতি, আমাদের রয়েছে গৌরব উজ্জল অনেক ইতিহাস যার মধ্যে ২১ শে ফেব্রুয়ারি অন্যতম একটি।

পৃথিবীর ইতিহাসে আমরা একমাত্র জাতি যারা রাষ্ট্রভাষার জন্য রক্ত ও জীবন দিয়েছি। আর তাই জাতিসংঘ ১৯৯৯ সালে ২১ শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এসময় অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন শরীফ দেওয়ান,খোরশেদ আলম,জুয়েল মজুমদার,আবুল কাশেম আনোয়ার,আব্দুস শহীদ,মামুন রহমান,নোমান মিয়া,আব্দুল মালিক,আমীন রাশীদ,খলিল রহমান,আখতার মিয়া, প্রমুখ।
এরপর উত্তেজনাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। রেডহিল বাংলা ক্লাবের প্রতিষ্ঠাতা শাহরিয়ার আহমেদ জানান,ভবিষ্যৎতেও এ ধরনের আয়োজন অব্যহত থাকবে।