মাহে রমজান উপলক্ষে মসজিদে খাবার পানি ও খেজুর সরবরাহ করেছে রেডহিল বাংলা সোশ্যাল এন্ড স্পোর্টস ক্লাব
শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এ মাসে আল্লাহতায়ালার নৈকট্য অর্জন করাই হলো রমজানের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। এরই ধারবাহিকতায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্মপ্রান মুসলমানদের ইফতার করার জন্য যুক্তরাজ্যের সারের রেডহিল ও আসে পাশের এলাকার অনেক মসজিদে খাবার পানি ও খেজুর সরবরাহ করেছে রেডহিল বাংলা সোশ্যাল এন্ড স্পোর্টস ক্লাব।
মসজিদগুলোতে ইফতার সামগ্রী বিতরন কালে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার আহমেদ,সাংগঠনিক সম্পাদক শরীফ দেওয়ান, প্রচার সম্পাদক খোরশেদ আলম, জুয়েল মজুমদার, জাকির হোসেন, মো:হোছেন, মঞ্জুর এলাহি, আব্দুল মালিক,আব্দুস শহীদ, কয়ছর মিয়া,বাছিত রহমান,ইসমাইল আলি,মতিন রহমান,কারজুন হোসেন,আমীন রাশিদ,রেজাউল বাবুল,আনোয়ার প্রমুখ।
এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার আহমেদ বলেন, মহিমান্বিত এ মাসে সকলেরই উচিত যার যার অবস্থান থেকে মানুষের সহযোগীতা করা। রেডহিল বাংলা সোশ্যাল এন্ড স্পোর্টস ক্লাব আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।