রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সভা করেছে রেডহিল বাংলা সোশ্যাল এন্ড স্পোর্টস ক্লাব

পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা করেছে রেডহিল বাংলা সোশ্যাল এন্ড স্পোর্টস ক্লাব। গত মঙ্গলবার সারের রেডহিল অস্থ সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার আহমেদের সভাপতিত্বে অনুস্টিত সভায় পবিত্র কোরাআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে রোজার তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা শুরু হয়।
এসময় রোজার তাৎপর্য নিয়ে বক্তারা বলেন, রোজার মাসে শুরুতে আল্লাহ্ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং জান্নাতের দরজা খুলে দেন ও শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন। তাই শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা সহজ হয়।
বক্তারা আরও বলেন,মহান আল্লাহ তাহলা এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। এ মাসে নাযিল হয়েছে পবিত্র কুরআন। মাহে রমজান মুমিনদের আত্মগঠন ও প্রশিক্ষণের জন্য এক অনন্য সেরা মাস। তাই মহিমান্বিত মাসে সকল মুমিন মুসলামানদের উচিত বেশী বেশী আল্লাহর ইবাদত করা।
এসময় সভায় বক্তব্য রাখেন রেডহিল বাংলার প্রতিষ্ঠাতা সভাপতি শাহরিয়ার আহমেদ,সাংগঠনিক সম্পাদক শরীফ দেওয়ান, প্রচার সম্পাদক খোরশেদ আলম, জুয়েল মজুমদার,আব্দুল মালিক,মামুন রহমান,আব্দুস শহীদ,খলিল রহমান,আব্দুল কাদির,এনামুল হক,এমদাদুল হোসেন জগরুল,কারজুন হোসেন,আনোয়ার,নোমান মিয়া প্রমুখ।