জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ সহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ সহ মাদক বিক্রেতা একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোঃ আব্দুল হাই জানান, বুধবার দুপুরে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক এস আই মেঃ মিজানুর রহমান ও উপ-পরিদর্শক এস আই জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামে অভিযান চালিয়ে ৯১ বোতল ভারতীয় মদ সহ মাদক বিক্রেতা চব্বিশ বছর বয়সী শিবু দাসকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায় শিবু একটি অটোরিকশা দিয়ে মদ নিয়ে রানীগঞ্জ বাজার যাচ্ছিলো। সে সময় গোপন সংবাদেও ভিত্তিতে তারা জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই অটো স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৪ বোতল অফিসার্স চয়েস মদসহ শিবু দাস কে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বাদে খাশিলা গ্রামে তার বসত ঘরে গর্তখুঁড়ে পুলিশ আরও ৭৭ বোতল মদ জব্দ করে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।