ম্যানচেষ্টারে সংবর্ধিত হলেন মৌলভীবাজার পৌরসভা মেয়র

ফজলুর রহমান মৌলভীবাজার পৌরবাসীর কাছে একজন সৎ,বিনয়ী এবং পরীশ্্রমী মানুষ। সততা,দক্ষতা ও মৌলভীবাজার পৌরসভার অভূতপূর্ব উন্নয়নে কাজ করা ও পরিছন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের কারনে পর পর ২বার মৌলভীবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।
তারই সম্মানে এক নাগরিক সংবর্ধনা ও নৈশ ভৈাজের আয়োজন করে গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার জেলা ওয়েলফেয়ার আসোসিয়েশন। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র ফজলুর রহমান তিনি তার সময়ে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি তিনি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। ফারুক আহমেদের সভাপতিত্বে ও রুহেল আমীন রুহেল এবং ইসতিয়াক আহমেদ সুমনের যৌথ পরিচালনায় অনুষ্টানটি শূরু হয় আকলাকুর রহমান তোফায়েলের কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে।

অনুষ্টানের শুরুতে প্রধান অতিথিকে ফুলের তোরা দিয়ে স্বাগত ও এসোসিয়েশনের পক্ষ থেকে উপহার স্বরুপ ক্রেষ্ট প্রধান করা হয়। সংবর্ধনা সভায় গ্রেটার ম্যানচেস্টারে বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক মৌলভীবাজার বাসী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ,ব্যবসায়ী ও সাংবাদিক নেত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য ব্যক্তি বর্গগের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানচেষ্টার আওয়ামীলীগের সভাপতি ছুরাবুর রহমান,সাধারন সম্পাদক এড: মীর গোলাম মস্তফা,বাংলাদেশ বিমানের ষ্টেশন ম্যানাজার আনিসুজ্জামান,মাহমুদুর রহমান,আবু ইউসুফ,চৌধূরী,ইকবাল চৌধূরী,মো:শাহজাহান,আবুল কালাম আজাদ শেখ কামাল উদ্দিন, ডিএন কৌরাইশী,এনামুল হক দলা মিয়া প্রমুখ।
অনুষ্টানে বক্তারা মেয়র ফজলুর রহমানের রাজনৈতিক সাফল্য কামনার পাশাপাশি আগামীতে জাতিয় সংসদে এমপি পদে নির্বাচনের দাবী জানান।