সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সম্মানে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সম্মানে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেনুতে যুক্তরাজ্যে বসবাসরত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসী এই অনুষ্ঠানরে আয়োজন করেন। মকসুদ রহমানের সভাপতিত্বে এবং মিজানুর রহমান মীরুর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বক্তব্য দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, কাউন্সিলর উমেশ দেশাই, আব্দুল আহাদ চৌধুরী, পারভেজ আহমেদ, মেহের নিগার চৌধুরী, সেলিম আহমদ খান, কামাল আহমদ, হেলাল খান, মোয়াজ্জেম হোসেন সুনাম, তেরা মিয়া, নাসির উদ্দিন, সিরাজুল ইসলাম তসলু, সেবুল ইসলাম, আব্দুল আলীম ফয়সল, এ টি এম কবির, এম এ আলী সহ আরও অনেকে।
বাংলাদেশের সংসদ সদস্য হাবিবুর রহমানের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে মাশুক ইবনে আনিস, শাহরুখ আলী এস এম সুজন, মশিউর রহমান মসনু, আহমদ ফখর কামাল, জামাল আহমদ খান, জাহাঙ্গীর খান, ব্যারিস্টার লুৎফুর রহমান, দেলোয়ার হোসেন লিটন, মোহাম্মদ সেলিম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে জনাব হাবিবুর রহমান হাবিব এমপি, নান্দনিক দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ গড়ার প্রত্যয় নিয়ে তাঁর পরিকল্পনা ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা তুলে ধরেন এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।