মিরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে বুধবার, পূর্ব লন্ডনের ক্যাফে গ্রিল রেস্তোরায় এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে বুধবার, পূর্ব লন্ডনের ক্যাফে গ্রিল রেস্তোরায় এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায়, সভাপতিত্ব করেন, ট্রাস্টের সভাপতি শিশু মিয়া। পরিচালনায় ছিলেন, ট্রাস্টের সাধারণ সম্পাদক মো আবু ইয়সিন সুমন। অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করে তুলতে, সার্বিক সহযোগিতায় ছিলেন, ট্রাস্টের কোষাধ্যক্ষ সৈয়েব আহমদ রাশেদ। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের,ধর্ম বিষয়ক সম্পাদক মোজাক্বির হোসেন চৌধুরী। ইফতার পূর্ব আলোচনায় বক্তারা সংগঠনের বিভিন্ন গুরুত্ত্বপূর্ন দিক তুলে ধরেন ।
সেই সাথে পবিত্র এই রমজান মাসে সংগঠনের মাধ্যমে এলাকার দুস্থ, অসহায় মানুষের সাহায্যার্থে কি কি করণীয় সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় । এ সময় ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, মাস্টার আমির উদ্দিন আহমেদ, ট্রাস্টের সাবেক সভাপতি ও মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক শিরিন, সমাজকর্মী ও রাজনীতিবিদ আবুল কাশেম,কমিউনিটি নেতা আব্দুল শহীদ,কমিউনিটি নেতা সিরাজুল হক, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইউকের নব কমিটির সাধারণ সম্পাদক মাসুক সরদার, উপদেষ্টা একলাছুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কামাল হোসেন, নুমান আহমেদ, দারস মিয়া, শাহেদ খান
হ্যাভেন খান, মুহিত মিয়া, মামুন মিয়া, নূর বক্স সহ অনেকেই উপস্থিত ছিলেন। এই পুরো আয়োজনটির স্পনসর করেন মোহাম্মদ রোহান আলী ।