স্কটল্যান্ডের গ্লাসগোতে ঈদ ও নববর্ষ উপলক্ষে -"আনন্দ উৎসব"

বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে স্কটল্যান্ডের, গ্লাসগোতে গত ১৪ই এপ্রিল (১লা বৈশাখ, ১৪৩১ বাং) উদযাপন করা হয় "আনন্দ উৎসব"। স্থানীয় চ্যারিটি প্রতিষ্ঠান দি বাংলা সেন্টার এসসিএইও এই অনুষ্ঠানটির আয়োজন করে। ঈদ পরবর্তী প্রবাসী বাঙালিদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়া এবং বাংলা নববর্ষের উৎসব উদযাপন করাই ছিল এই অনুষ্ঠানটির মূল লক্ষ্য | যা পরিনিত হয় মিলন মেলায় ,যেন এক টুকরো বাংলাদেশ |
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চ্যারিটির ট্রাস্টি প্রধান ডক্টর জসিম আহমেদ এবং মূল বক্তব্য রাখেন চ্যারিটির সভাপতি আশরাফ চৌধুরী। এছাড়াও আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি জনাব আমিনুল ইসলাম বাবু এবং অন্যতম সদস্য রাজা সেলিম। অনুষ্ঠানটি উপস্থাপনা এবং পরিচালনা করেন যৌথভাবে সিফাত ই রাব্বি বাপ্পি এবং সাদিয়া আফরিন সিদ্দিক। শুরুতে ছিল বড়দের পরিবেশনায় ঈদের গান "ও মন রমজানের ওই রোজার শেষে" এবং ছোটদের পরিবেশনায় "এসো হে বৈশাখ, এসো এসো"। পাশাপাশি অন্যান্য বাংলা সাংস্কৃতিক গানও পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটির শেষে সাধারণ সম্পাদক ডক্টর শাহরিয়ার আল-আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ "শুভেচ্ছা কার্ড তৈরী-২০২৪" প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ ও সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবু এবং ডক্টর সাইফ আহমেদ।অনুষ্ঠানে রং -বেরঙের শাড়ি,গহনার বর্ণিল বাঙালিয়ানায় ছিলো ঝলমলে হলরুম |বহুদিন পরে ব্যস্ততার মাঝেও একে অপরকে কাছে পেয়ে ফিরে যান সোনালী অতীতে ,ফেলা আসা বাংলাদেশের মধুর স্মৃতিতে |
বকুল খান