বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবাল এ বাংলাদেশের অংশ গ্রহন
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/05/03/bangka.jpg?itok=GDP7_QLk×tamp=1714682286)
ইউরোপ চিন ইন্ডিয়া সহ বিশ্বের বাঘা দেশের সাথে এগিয়ে চলা পদ্ধতিতে স্পেনের বার্সেলোনায় ২৩,২৪ও ২৫ এপ্রিল ২০২৪ইং সীফুড এক্সপো গ্লোবাল এ বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন।বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর পৃষ্ঠপোষকতায়,বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশন এর সহযোগিতায় বাংলাদেশী প্যাভিলিয়ন গত বারের তুলনায় আরো একধাপ এগিয়ে ,১০টিরও অধিক সীফুড রপ্তানিকারক কোম্পানী সহ রপ্তানি কারক এজেন্ট,সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান বিশ্বের এ সর্ববৃহৎ সীফুড মেলায় অংশ গ্রহন করেন।
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/05/03/ban_2.jpg?itok=e1XpgHTf×tamp=1714682309)
২৩ এপ্রিল মেলার প্রথম বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সরওয়ার মাহমুদ,এনডিসি।সাথে ছিলেন দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন এ টি এম আব্দুর রউফ মন্ডল,কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ,বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি কাজী বেলায়েত হোসেন,বর্সেলোনার অনারারি কনসুলেট এর লাইয়া পেদ্রো,জর্জিয়া পেদ্রো সহ শীর্ষ সিফুড রপ্তানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার ও সাংবাদিকবৃন্দ।৩১তম সংস্করনের বার্সেলোনার এ সিফুড এক্সপো গ্লোবাল ২০২৪ এ অংশ গ্রহন করেন জাহানাবাদ সীফুড লিমিটেড,আনরাজ ফিস প্রোডাক্টস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড,এম ইউ সীফুডস লিমিটেড,সবি ফিশ প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড,মাসুদ ফিশ প্রসেসিং এন্ডআইস কমপ্লেক্স লিমিটেড,ন্যাশনাল সীফুডস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড,মডার্ণ এন্ড ব্রাইট সীফুডস লিমিটেড,রোজেমকো ফুডস লিমিটেড,বিডি সীফুডস লিমিটেড এবং ফরিদ নাইন ষ্টারস এগ্রো ফুডস বাংলাদেশ।দেশীয় মাছের ছবি সহ প্রত্যেক সীফুডস কোম্পানীর নিজস্ব রপ্তানি কারক মাছের তালিকা সহ ক্যাটালগ দেখা যায়,রূপ চান্দা, বিভিন্ন প্রকার চিংড়ি,টেংরা, মাগুর, পাবদা, বাইম,শিং,বাঁচা,চাপিলা,কই, আইর, বোয়াল, কাচকি, পুটি সহ ছোট বড় বিভিন্ন মাছের সম্ভার শোভা বর্ধন করতে দেখা যায়
অংশ গ্রহনকারী কর্মকর্তাগন বলেন মৎস সম্পদে সমৃদ্ধ আমাদের বাংলাদেশ,বিশ্বের সাথে এগিয়ে যাওয়া গ্লোবাল পথ অনুসরণ করে আমাদের দেশকে এগিয়ে নেয়ার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ বলেন এই সীফুড মেলায় বাংলাদেশী ব্যবসায়ীদের অংশ গ্রহন মাইল ফলক হয়ে থাকবে।গত বারের চেয়ে এবারের অংশগ্রহন বেশী।আগামীতে আমরা আরো সম্মানের সাথে এগিয়ায়ে যাবার প্রত্যাশা রাখী। রাষ্টদূত মোহাম্মদ সরওয়ার মাহমুদ বলেন সর্ববৃহৎ এই সীফুড এক্সপো গ্লোবাল ২০২৪ এর মৎস মিলন মেলায় স্পেন ফ্রান্স ডেনমার্ক চিন,ইন্ডিয়া সহ বিশ্বের অসংখ্য দেশের সাথে বাংলাদেশী ব্যবসায়ীদের অংশ গ্রহন সত্যি প্রশংসার দাবি রাখে।তিনি বলেন সীফুড রপ্তানি কারক অন্যান্য দেশের মধ্যে আমদের দেশ অন্যতম। ব্যবসায়ীদের মাধ্যমে রপ্তানী বৃদ্ধি সহ দেশের উন্নয়নে আমাদের চেষ্ঠা থাকবে অগ্রে।তিনি সর্বাত্বক সহযোগীতার আশ্বাস প্রদান সহ ব্যবসায়ীদের সাফল্য কামনা করেন।
মহিউদ্দিন হারুন