আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৪ এর প্রস্ততি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

আবুল কালাম মামুন, ফ্রান্স : গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রিয় সভাপতি সহ-কেন্দ্রিয় নেতৃবৃন্দের ফ্রান্সে শুভাগমন উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
গত ৫ মে ফ্রান্সের রাজধানী প্যারিসের অভিজাত কেটসিমার শাহজালাল সুইট এন্ড রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি ফয়ছল উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় ৷ প্রধান অতিথির বক্তব্য রাখেন আগত কেন্দ্রিয় সভাপতি মুহিবুর রহমান মুহিব , প্রধান বক্তা ফ্রান্স শাখার উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় সহ সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, এম,এ,মুনিম জাহেদী ক্যারল, ফয়জুফ রহমান (কাউন্সিলর) , মো:ইছবাহ উদ্দিন, অলিউদ্দিন শামীম, আব্দুল ওয়াদুদ দিপক , এছাড়াও বক্তব্য রাখেন উপদেষ্টা জাকির আহমেদ,মোহাম্মদ নূর খান, প্রমূখ নেতৃবৃন্দ ৷
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে " আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৪ " অনাড়ম্ভরভাবে আয়োজন করার লক্ষ্যে কেন্দ্রিয় সভাপতিসহ সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
কেন্দ্রিয় সভাপতির নেতৃতে ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস প্যারিসের রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ৷