ইতালির তরিনোতে মহিলা সমিতির প্রথম সভা অনুষ্টিত
নাজমুল হোসেন : ইতালির তরিনোতে প্রবাসী নারীদের বিভিন্ন সেবামূলক কাজে সহযোগিতা এবং দেশে হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে গত ১২ মে তরিনোতে এই সমিতির আত্মপ্রকাশ করে।
সমিতির কার্যক্রম নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুক্রবার সকালে এক আলোচনা সভা স্থানীয়একটি রেস্টুরেন্টের অনুষ্ঠিত হয়। সভায় সমিতির কমিটি গঠন ,সমিতির বিভিন্ন কার্যক্রম নিয়ে অনেক আলোচনা করা হয়। সেই সাথে এই সভায় মহিলাদের এক মতবিনিময় এবং সমিতির কর্মসূচি নিয়ে পর্যালোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ভা আক্তার লাকী , দিপানী হিমা, সাবিহা ইসলাম কংকন, মুক্তা আক্তার,রোকছানা হোসেন, ফারজানা সুমি,আইরিন নাহার রুনা, নিপা নূর নাহার,ছনিমুনা,পল্লবী বরুয়া,শেখ মহিমা, ছনিয়া গাজী,তানিয়া গাজী,সুমি আক্তার,শাহিন আক্তার,আনিকা আনোয়ার, তানিয়া খান।