ফ্রান্সে করোনা ভাইরাসে মৃত ১৯, সংসদ সদস্য সহ আক্রান্ত ১১২৬ জন

ফ্রান্সে আত্মঘাতি করোনা ভাইরাসে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন নিহত এবং সংসদ সদস্য সহ আক্রান্ত হয়েছেন ১১২৬ জন। এর মধ্যে গুরুতর অসুস্থ ৩৩৬ জন । তাদের কে নি্িভর পর্যবেক্ষনে রাখা হয়েছে। এছারাও ফ্রান্সের গনমাধ্যমের খবরে জানা যায়, দেশটির ৩ জন সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন মহিলা সংসদ সদস্যকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে নারী এই সংসদ সদস্যর নাম প্রকাশ করা হয়নি।
এছাড়াও আরো ৬ জন কে পরীক্ষা করার জন্য নেওয়া হয়েছে। এদের মধ্যে ৫ জন সংসদ সদস্য এবং একজন কর্মচারী। । বৃহস্পতিবার Haut-Rhin অঞ্চলের সংসদ সদস্য Jean-Luc Reitzer প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হোন। রিফ্রেশমেন্ট বারের ইনচার্জ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার নিজ গৃহেই বিচ্ছিন্ন অবস্থায় আছেন। এছাড়া ইউনেস্কো সদর দ্প্তরে মার্চ মাসের সকল অনুষ্টান স্থগিত করা হয়েছে। শুধু তাই নয় ইউনেস্কোর সকল সদস্য দেশ নিয়ে বাৎসরিক সভাও স্থগিত করা হয়েছে। আজ থেকে সকল মেট্রোতেও ভাইরাস সম্পর্কে সতর্কতা অবলম্বনে বিশেষ ঘোষনা দেয়া হয়েছে। বর্তমানে ২য় ধাপের চিকিৎসা ও প্রশাসনিক ব্যবস্থা চলছে। তবে যে কোন সময় ৩য় ধাপের ঘোষনা আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।