কোভিড-১৯
বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন - ফরাসি প্রধানমন্ত্রী

ওমিক্রন ভ্যারিয়েন্ট ইউরোপে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ছে এবং সম্ভবত আগামী বছরের শুরুতে ফ্রান্সে সেটি প্রভাবশালী হয়ে উঠবে বলে ফরাসি প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স সতর্ক করেছেন। ফ্রান্স যুক্তরাজ্য থেকে প্রবেশকারীদের উপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘন্টা আগে শুক্রবার তিনি একথা বলেন। সূত্র: বিবিসি
শুক্রবার প্রায় ১৫,০০০ নিশ্চিত ওমিক্রন আক্রান্ত সহ যুক্তরাজ্য এখন পর্যন্ত এই অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছ। মহাদেশ জুড়ে স্বাস্থ্য আধিকারিকরা সংক্রমণের তরঙ্গের জন্য প্রস্তুত হচ্ছেন। শুক্রবার জার্মানি, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং নেদারল্যান্ডে অতিরিক্ত বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে কারণ সরকার এই কোভিড জোয়ার রোধ করতে চায়।
জার্মানিতে শুক্রবার ৫০,০০০ নতুন আক্রান্ত রিপোর্ট করেছে এবং স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ সাংবাদিকদের বলেছেন "দেশকে অবশ্যই এমন একটি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে হবে যা আমারা এই রূপে কখনো পাইনি"।
এদিকে আয়ারল্যান্ডে, যেখানে নতুন ভ্যারিয়েন্টে এক তৃতীয়াংশ আক্রান্ত হয়েছে। নেদারল্যান্ডস শুক্রবার ১৫,৪০০ টিরও বেশি সংক্রমণ রেকর্ড করেছে যা আগের দিনের তুলনায় কম, তবে মহামারী চলাকালীন অন্য যেকোনো সময়ের তুলনায় সামগ্রিকভাবে অনেক বেশি।
যুক্তরাজ্য টানা তৃতীয় দিনের জন্য রেকর্ড সংখ্যক কোভিড সংক্রমণের রিপোর্ট করেছে ৯৩,০০০ এরও বেশি যা ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত।
শুক্রবার রাত এগারোটা থেকে যুক্তরাজ্য থেকে ভ্রমণকারী পর্যটক এবং ব্যবসায়ীদের জন্য ফ্রান্স তার সীমানা বন্ধ করে দিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে লোকেরা প্রবেশের চেষ্টা করায় ডোভার পোর্ট এবং ইউরোস্টার টার্মিনালে বিশাল সারি তৈরি হয়েছিল।