ইন্টারপোলের সম্মেলনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধি দল

ইন্টারপোলের আয়োজনে ফ্রান্সের লিয়ন শহরে অনুস্টিত হয়েছে "ইন্টারন্যাশনাল কমিটি ফর সেক্স অফেন্ডার রেজিস্ট্রি কনফারেন্স ২০২৩। গত ১৪ ও ১৫ ই নভেম্বর লিয়ন শহরের ইন্টারপোল কার্যালয়ে আয়োজিত এ কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিরাও অংশগ্রহন করেন। তারা হলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব জয়দেব কুমার ভদ্র, এবং রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ডিআইজি জনাব শাহ আলম।

কনফারেন্সের ওয়ার্কশপে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র,কানাডা,ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাইপ্রাস, মাল্টা, আয়ারল্যান্ড, ফ্রান্স, আফ্রিকা কেনিয়া, তানজানিয়া, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, নেপাল ও মালদ্বীপের প্রতিনিধি দল যোগ দেন।
অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজ নিজ দেশের সাজাপ্রাপ্ত অপরাধী দের নজরদারি এবং বিভিন্ন দেশের মধ্যে তথ্য বিনিময়ের নানা কলাকৌশল নিয়ে আলোচনা হয় এবারের সম্মেলন। বিশেষ করে যুক্তরাষ্ট্র,কানাডা,অস্ট্রেলিয়া,আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যের প্রতিনিধিরা তাদের দেশের এ সংক্রান্ত আইন-কানুন এবং কর্মকৌশল তুলে ধরেন।

ওয়ার্কশপ শেষে প্রত্যেক দেশের প্রতিনিধিবৃন্দ এ বিষয়টির গুরুত্ব সম্পর্কে একমত পোষণ করেন এবং ভবিষ্যতে যার যার দেশে এটি বাস্তবায়নের অভিপ্রায় ব্যক্ত করেন। শুধু তাই নয় অপরাধী বিশ্বের যে কোন প্রান্তেই অপরাধ করুক না কেন সে যেন কোনভাবেই নিজেকে লুকিয়ে রাখতে না পারে সেটি নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতার উপর সকলে গুরুত্ব দেন সকলে।