জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স'র নতুন কমিটির পরিচিতি ও ইফতার সম্পন্ন
আবুল কালাম মামুন : জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স'র নতুন কমিটির পরিচিতি ও ইফতার সম্পন্ন হয়েছে। ২৫ শে মার্চ ২০২৪ সোমবার প্যারিসের কেটসিমার নিকটস্থ অভিজাত রেস্টুরেন্টের কনভেনশন হল রুমে , জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের ২০২৪ - ২০২৫ মেয়াদের নতুন পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির পরিচিতি, ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের নিয়ে ২০১৭ সালে গঠিত এই সংগঠনটি ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের একটি প্রবাসী শাখা সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে নানাবিদ সামাজিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে একটি ব্যতিক্রমী ও বৃহৎ আকারের সংগঠনে পরিণত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারেও পবিত্র মাহে রামাদানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফ্রান্স প্রবাসী কমিউনিটির সবাইকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিকাল ছয় ঘটিকায় নবগঠিত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির পরিচিতি অনুষ্ঠান শুরু হয়। অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজাদ আহমেদ।
৮১ সদস্য নিয়ে গঠিত নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন নবগঠিত কার্যকরী পরিষদের প্রথম সদস্য এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্স শাখার ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল হক কয়েছ। উক্ত এই ইফতার ও দোয়ার মাহফিলে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, সকলের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো কনভেনশন হল কানায় কানায় পরিপূর্ণ ছিল।
প্রায় দুই শতাধিক প্রবাসীদের নিয়ে এবারের অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য এসোসিয়েশনের সদস্যরা সকলেই অত্যন্ত আন্তরিকভাবে সমন্বয়ের সাথে কাজ করেন। এসোসিয়েশনের দায়িত্বশীল নেতৃবৃন্দরা কমিউনিটির প্রায় প্রত্যেক শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুপ্রাণিত হয়ে আগামী বছরের ইফতার আয়োজনটি আরো বৃহৎ পরিসরে করার পরিকল্পনা ঘোষণা করেন এবং সংগঠনটি আর্থ মানবতার সেবায় আরো বেশি নিজেদেরকে নিয়োজিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - আশরাফুল ইসলাম , আব্দুল মান্নান আজাদ ,আব্দুল মালিক মানিক ( সভাপতি গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্স), এমডি নুর (প্রেসিডেন্ট বিসিএফ) মোহাম্মদ ইব্রাহিম (মনডিয়াল ট্রাভেলস) সালাম রহমান (বাংলা অটো ইকোল) রাব্বানী খান ( প্রেসিডেন্ট অফিওরা ) হাজী কাওসার (উপদেষ্টা গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ফ্রান্স) মুদাব্বির হোসেন ( প্রবীণ ফ্রান্স প্রবাসী) জসিম উদ্দিন গিয়াস (প্রেসিডেন্ট গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফ্রান্স) ।
যাদের নিয়ে নতুন কমিটি গঠিত হলো - সভাপতি হেনু মিয়া , সহ সভাপতি খসরুজ্জামান জালালাবাদী , আলতাফুর রহমান , জাবেদ হোসেন , লুলু আহমেদ ,খলিলুর রহমান,সাদ মোহাম্মদ ,-সরওয়ার হোসেন (টিপু) ,এইচ এম মিহির,আজাদ মিয়া,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, বাদল মিয়া , আজাদ আহমেদ,আজাদ উদ্দিন ,হোসেন আহমেদ ,জাহিনুর রহমান (সুমন), সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মুজাহিদ , সহ সাংগঠনিক সম্পাদক আলীম উদ্দিন (সুমন),শায়েস্তা মিয়া , জাহাঙ্গীর আলম, খায়রুল আলম (মাজেদ),হাসান আহমেদ,অর্থ সম্পাদক হোসেন আহমদ,সহ অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস,দপ্তর সম্পাদক আলী হোসেন,সহ দপ্তর সম্পাদক , লায়েক আহমেদ (তালুকদার) ,প্রচার সম্পাদক তাজ উদ্দিন,সহ প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম শাহিন , সহ প্রচার সম্পাদক আবু তাহের (রাজু) ,ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ওয়াহিদুর রহমান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক আহমদ,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক লাভু চৌধুরী, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক , শামিম আমিনুর (রাজা) ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির (রেজা) , ক্রীড়া সম্পাদক রিপন আহমেদ ,সহ ক্রীড়া সম্পাদক করিম জিলানী,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন,সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ,তথ্য ও গবেষণা সম্পাদক বেলায়েতুর (রাজা), সহ তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান (লিটন) , আইন বিষয়ক সম্পাদক রাজু আহমেদ,সহ আইন বিষয়ক সম্পাদক সাইদ আহমেদ (মেম্বার), মহিলা বিষয়ক সম্পাদক -সুমা দাস,এাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক -সোনা মিয়া , সহ এাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বাহারুল আলম (রমজান),পরিবেশ বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ,সহ পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান , শিক্ষা সম্পাদক -হাবিবুর রহমান ,সহ শিক্ষা সম্পাদক বাসির আহমদ ,আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল মালিক (লুকুছ) , সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক পারভেজ আহমেদ , সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক রুমন খান , যুব বিষয়ক সম্পাদক আবুল কাশেম ।
সদস্যবৃন্দ : মাহবুবুল হক কয়েছ ,হুচিম্যান ,কাইয়ুম রহমান , উভায়দুল্লাহ কয়েছ ,শরুফ ছদিয়ল ,হাসান শাহ ,শাহ আলম মায়া , সোহেল আহমদ , আহমেদ জামাল,মিজানুর রহমান (দেলওয়ার) ,আব্দুল কাদির , আবু সুফিয়া , অজয় দাস, রুহুল আমিন, সালেখ আহমেদ, তাইজুল ইসলাম , সালাউদ্দিন জালাল ,জুয়েল আহমেদ ,এমসি রুমেল, রাজিব আহমেদ, সুয়াইবুর রহমান ,জসিম উদদীন ,সালমান খান ,ময়নুল ইসলাম , মারুফ আহমেদ ,আনোয়ার হুসেন ।
ইফতার পরবর্তী সময়ে নবগঠিত কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং একটি চা চক্রের মাধ্যমে অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করেন।