ফ্রান্সে ব্রেইন স্ট্রোকে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু
ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসী এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। প্যারিসে বসবাসরত নুরুল ইসলাম স্বপন (২৯) ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরন করেন। ২২ জুন শনিবার স্থানীয় সময় দুপুরে প্যারিসের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে ২৫ জুন মঙ্গলবার দুপুর ১২টায় প্যারিসের অভারভিলিয়ে বাংলাদেশী মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার লাশ বাংলাদেশে প্রেরন করা হবে বলে জানিয়েছে তার স্বজনরা।
স্বপনের নিকটতম বন্ধুরা জানান,গত ২১শে জুন শুক্রবার জুম্মার নামাজে যাবার প্রস্তুতি স্বরুপ স্বপন ওয়াশ রুমে গোসলে যান। পরক্ষনেই মাথা ঘুরিয়ে সেখানে লুটিয়ে পড়েন স্বপন। পরে ওয়াশ রুমের দরজা খুলে বেড়িয়ে এসে স্বপন বলতে থাকে তার এক পাশ অবশ হয়ে আসছে। এরপর তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে গেলে রাস্তাতেই জ্ঞান হারান স্বপন।
হাসপাতালে যাবার পর তাকে আইসিওতে রাখা হয়। পরদিন ২২ জুন শনিবার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা স্বপনকে মৃত ঘোষনা করেন।
তার আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সেই সাথে শোকে মাতম স্বপনের বন্ধুমহল। স্বপনের বাড়ি বাংলাদেশের ফেনী জেলার ফেনী সদরের যাত্রাসেদ্দী এলাকায়।
নুরুল ইসলাম স্বপনের মৃত্যুতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জানা যায়, ২০২১ সালে স্বপন ফ্রান্সে আসেন এবং ২০২২ সালে দেশটিতে স্থায়ীভাবে থাকার অনুমতি পান।