খুলনা জেলা এসোসিয়েশন ফ্রান্সের আনন্দ ভ্রমণ
আবুল কালাম মামুন, ফ্রান্স : .সবুজের বুক চিরে শত কিলোমিটার বেগে বয়ে চলা বাসে তখন চলছে আনন্দের জোয়ার। যে যার মতো গান কৌতুক আর অভিনয়ে মাতিয়ে রেখেছে খুলনা জেলা এসোসিয়েশন পরিবারের সদস্যদের। ছবির মতো আঁকা বাঁকা পথ ধরে, ফসলের মাঠ পেরিয়ে বাস যতই এগিয়ে যাচ্ছে ততই কৌতূহল বাড়ছে উপস্থিত যাত্রীর। সবার মনে যেন উঁকিঝুঁকি দিচ্ছে আনন্দ আর হাস্যরসে ভরা সমুদ্র জয়ের আকাঙ্ক্ষা।
সকাল ৭,৩০ মিনিট গার্দোনর্দ থেকে রওয়ানা মধ্যপথে যাত্রা বিরতিতে সকালের নাস্তা, দুপুর এক ঘটিকায় গন্তব্য সৈকতে পৌছে খাবার খেয়ে সাগরের ঢেউয়ের সাথে খেলা করতে ছুটে চলা
সদস্যদের ক্রীড়া প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা, দৌড়, আর পুরুষদের মোরগ যুদ্ধ, দৌড় প্রতিযোগিতা, ফুটবলের অনুষ্ঠানের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়।
পুরো বছরের একদিন কাজ থেকে ছুটি নিয়ে একসাথে সবাই মিলে সমূদ্র সৈকত ভ্রমণ করে আনন্দঘন পরিবেশে খেলাধুলার পাশাপাশী কোলাহল সমুদ্রের ডেউয়ের সাথে সাতার কাটবে ৷
সংগঠনের সভাপতি জি এম গোলাম কিবরিয়া মিল্টন এর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক বাদশা মল্লিক এর সঞ্চালনায় পুরস্কার বিতরণীতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা রবিউর রেজা, মোস্তাফিজুর রহমান বাবু , সিনিয়র সহ সভাপতি মো: তরিকুল ইসলাম মন্টু সহ সভাপতি আরমান হোসেন তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দিক বিললাহ মাসুক, সাংগঠনিক সম্পাদক শেখ তানভীর ইসলাম ইমু ও মোহাম্মদ শোভন শেখ ৷ সহ প্রমুখ নেতৃবৃন্দ ৷
এবার ঘরে ফেরার পালা। বাসের মধ্যে চলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। উপস্থিত সব নারী ও শিশুদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। ফেরার পথেও ছিল গান, কবিতা, কৌতুক আর হাস্যরস। ঘড়ির কাটায় যখন রাত ১০টা তখন বাস থামে প্যারিসের উপকণ্ঠ গার্দোনর্দ । একরাশ আনন্দ-উচ্ছাসন নিয়ে বাড়ি ফেরে খুলনা জেলা এসোসিয়েশন পরিবারের সদস্যরা।