নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুসর নামে উদ্যানের নামকরণ করলো ফ্রান্স
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/24/452626370_1179542453466735_3498568729046912012_n.jpg?itok=uBWKa0Eg×tamp=1721758361)
ফ্রান্সের প্যারিসে শান্তিতে নোবেল পদক বিজয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনুসর নামে একটি জায়গার নামকরণ করেছে দেশটির সরকার। জায়গাটির নাম দেয়া হয়েছে প্লেস দু প্রফেসর মোহাম্মদ ইউনুস।
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/24/unnamed_1.jpg?itok=eYxuarzp×tamp=1721758396)
ফ্রান্স থেকে আমাদের সহকর্মী আবুল কালাম মামুন জানান,জায়গার নামকরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন প্যারিসের মেয়র আন হিদালগো, ডঃ মুহাম্মদ ইউনুস সহ দেশটির প্রশাসনিক কর্মকর্তারা।
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/24/unnamed_2.jpg?itok=z1sZsjcv×tamp=1721758396)
এদিকে এই প্রথম কোন বাংলাদেশীর নামে ফ্রান্সে কোন জায়গার নামকরণ করা হলো। ফ্রান্সের রাস্তা,উদ্যান,পার্ক,ভবন সহ নানা স্থাপনা ফ্রান্সের বিখ্যাত সকল ব্যক্তিত্ব এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নামে নামকরণ করা হয়ে থাকে ।
এরই অংশ হিসেবে নোবেল বিজয়ী ডঃ মোঃ ইউনূস এর নামেও একটি উদ্যানের নামকরণ করা হলো। যা বাংলাদেশীদের জন্য গর্বের ও আনন্দের।