ইতালিতে ৩৬ বছরের কম বয়সীদের বাড়ি কিনতে সহায়তা করার ঘোষণা দিয়েছে সরকার।

ইতালির সরকার আগামী মাস থেকে যুবকদের জন্যে নিজেদের প্রথম বাড়ি কেনার ক্ষেত্রে “ফার্স্ট হোম বোনাস” এর আবেদন , ট্যাক্স কমানো এবং বন্ধক সহায়তা প্রদানের ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এ সংক্রান্ত একটি অধ্যাদেশও জারি করেছেন। অধ্যাদেশে বলা হয়েছে যে, ৩৬ বছরের কম বয়সী যারা তাদের প্রথম বাড়ি কিনতে চায় তারা ২৪শে জুন থেকে আর্থিক সহযোগীতার জন্য সরকারের নিকট আবেদন করতে পারবেন।
নতুন এই প্রকল্পের মাধ্যমে তরুণদের বাড়ি স্থানান্তর এবং ভ্যাটের উপর কর কমিয়ে ৩০ বছরের অধিক যারা এখনো অভিভাবকদের সাথে বসবাস করছেন তাদেরকে নিজের প্রথম বাড়ি কেনার ক্ষেত্রে সহায়তা করা। জানা যায়, উচ্চমাত্রার ব্যায়ের কারণে অনেকেই ইতালিতে বাড়ি কেনার বিষয়ে আগ্রহ হারিয়েছে।
প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির করোনাভাইরাসের প্রভাবে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠার লক্ষ্যে নেয়া বিভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে এই ঘোষণা দেয়া হয়েছে । উল্লেখ্য এর আগে এই মাসে এক সংবাদ সম্মেলনে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সরকার যুবক, ব্যাবসায়ী ও স্বাস্থ্যসেবা খাতের প্রতি বিশেষ গুরুত্বারুপ করবে।