মঙ্গলবার থেকে লাজিওর ফার্মেসীগুলিতে পাওয়া যাবে জনসন এন্ড জনসনের টিকা।

সোমবার ২৪ শে মে থেকে, ফার্মাসিতে জেএন্ডজে ভ্যাকসিনের আঞ্চলিক পোর্টাল সালুতে লাজিওতে বুকিং শুরু হতে যাচ্ছে। বুকিংয়ের পর নিকটস্থ ফার্মেসীর মাধ্যমে ভ্যাকসিন নিতে পারবেন। এবং মঙ্গলবার ২৫ মে থেকে ফ্লাইট কর্মী, বিদেশে বসবাসকারী ইতালীয়দের জন্য বুকিং শুরু হবে। পাশাপাশী রোমে কর্মরত দূতাবাসের কর্মীরা উপস্থিত এই টিকা গ্রহণ করতে পারবেন বলে নিশ্চিত করেছেন, লাজিওর হেলথ কাউন্সিলর আলেসসিও ডি'আমাটো । পাশাপাশি তিনি ৩৫ বছরের বেশী বয়ষ্কদের মধ্যে ওপেন ডের দ্বিতীয় দিন অ্যাস্ট্রাজেনেকার দুর্দান্ত সাফল্যের কথাও উল্লেখ করেছেন। জানা যায় লাজিওর ৩০ নির্ধারিত হাবে পাওয়া যাবে জেএন্ডজের এই টিকা।