ইতালির রাজধানী রোমে বৃহত্তর ঢাকা সমিতি ইতালির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতি বছরের মতো এবারও ইতালির রাজধানী রোমে বৃহত্তর ঢাকা সমিতি ইতালির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দল-মত নির্বিশেষে এই আয়োজনে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি। আমাদের ইতালি ব্যুরো প্রধান মোঃ আফজাল হোসেন রোমান জানান, এই আয়োজনে বৃহত্তর ঢাকার অর্ন্তগত ৬ জেলা সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রবিবার রাজধানী রোমের তরপিনাত্তারা মুসলিম সেন্টারে সংগঠনের সভাপতি আমিনুর রহমান সালাম ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জুর আমন্ত্রনে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন, বৃহত্তর ঢাকা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সেলিম, সদস্য সচিব আব্দুর রশিদ, বৃহত্তর ঢাকা সমিতির জুয়েল আহমেদ জুয়েল, ঢাকা জেলা সমিতির সভাপতি সালাউদ্দিন আহমেদসহ আরও অনেকে। ইফতার পূর্বে সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা এবং গাঁজায় অসহায় ফিলিস্তিনিদের জন্যে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মাওলানা হুমায়ুন রশিদ রাজি।