ইতালির ভেনিসে দুইদিন ব্যাপী ভ্রাম্যমান কনস্যুলেট সেবা অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধি : সাপ্তাহিক ছুটির দিনে প্রবাসীদের দূতাবাস সেবা প্রদানের জন্য ধারাবাহিক ভ্রাম্যমান দূতাবাস সেবা দিয়ে আসছে মিলান কনসুলেট। গত ২৫ ও ২৬ মে ইতালির ভেনিসে সম্পন্ন হয়েছে দূতাবাস সেবা। দুইদিনে প্রায় আড়াইহাজার প্রবাসীদের সার্ভিস প্রদান করতে অনেকটাই হিমশিম খেতে হয়েছে দূতাবাস কর্মকর্তাদের। সেই সাথে আয়োজকরা ও অনেক ভোগান্তির শিকার হন।
ভ্রাম্যমান সেবার প্রথমদিন সেবাপ্রাথীদের উপস্থিতি এতটাই বেশি ছিল দূতাবাস কর্মকর্তা ও আয়োজকরা সামাল দিতে অনেক বেগ পোহাতে হয়েছে। খন্ড খন্ড ভাবে বেশ কয়েকবার সার্ভিস বন্ধ করতে বাধ্য হন। পরিশেষে শনিবার হাজারের বেশি সেবাপ্রার্থির মধ্য প্রায় পাঁচ শতাধিক প্রবাসীর সেবা প্রদান করা হয়।
রবিবার আয়োজকরা সেবা প্রদানের জন্য স্থান পরিবর্তন করে সকাল থেকেই বায়তুল মামুর কেন্দ্রীয় মসজিদের হলরুমে দূতাবাস সেবার কার্যক্রম শুরু হয়। নো ভিসা , নতুন ই পাসপোর্ট। পাসপোর্ট নবায়ন ,প্রবাসী কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড ,ফ্যামিলি সার্টিফিকেট সহ রাত ৮ টা পর্যন্ত প্রায় দুইহাজার প্রবাসীকে সেবা প্রদান করা হয়েছে বলে জানান মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল এম জে এইচ জাভেদ।
তিনি আয়োজকদের অক্লান্ত পরিশ্রমের ফলে দুইদিনব্যাপী কনস্যুলেট সার্ভিস করতে পেরেছেন এই জন্য ধন্যবাদ জানান।
আয়োজকদের পক্ষ থেকে ভেনিস আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম ,সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ,ভেনিস বাংলা স্কুলের সভাপতি কামরুল সারোয়ার ,কমিউনিটি নেতা কুদ্দুস চৌধুরী ,ভেনিস আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম ,যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ,সুলেমান হোসেন ,মশিউর রহমান,আবুল কালাম আজাদ ,মহসিন হোসেন ,মোক্তার মোল্লা,মোস্তফা সৈয়াল কালু,নোয়াজ শরীফ সহ ভেনিস আওয়ামীলীগ যুবলীগ এবং ভেনিস কমিউনিটির সকল নেতৃবৃন্দরা দূতাবাস সেবা কার্যক্রম পরিচালিত করার জন্য দূতাবাস কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও বিশেষ ভাবে দ্বিতীয় দিনে দূতাবাস সেবার জন্য স্থান হিসেবে বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ ব্যবহার করার জন্য আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
দূতাবাস সেবা নিতে আশা সেবাপ্রার্থীদের দাবি একটাই। ভেনিস সহ প্রায় ত্রিশ হাজার প্রবাসীর বসবাস, বছরে একবার না এসে তিনমাস পর পর এই ভেনিসে ভ্রাম্যমান কনস্যুলেট সার্ভিস যেন দেওয়া হয়।