জিনা বিডি ক্রিকেট ক্লাবের উদ্যোগে টি টেন প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শামীম হাসান আবিদ : ইতালির লিগুরিয়া প্রবিন্সির জেনোভা শহরে টি টেন প্রিমিয়ার ক্রিকেট লিগে আটটি দল অংশগ্রহণ করেন সকল দলকে হারিয়ে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন জেনোভেজি বনাম জেনোভা ফ্রেন্ডস ক্লাব।
ছুটির দিন থাকায় খেলা দেখার জন্য মাঠে পর্যাপ্ত পরিমাণ দর্শক দেখা যায় খেলা উপভোগ করার জন্য । জেনোভা ফ্রেন্ডস ক্লাবকে তিন উইকেটে হারিয়ে জেনোভেজি দলটি জয়লাভ করে, প্রথম পুরস্কার ছিল এক হাজার ইউরো পাশাপাশি অধিনায়কের হাতে ট্রফি ও সকলকে মেডেল পরিয়ে দেওয়া হয় ও দ্বিতীয় পুরস্কার ছিল ৬০০ ইউরোসহ আরও অনেক পুরস্কার। জিনা বিডি ক্রিকেট ক্লাবের যাদের অক্লান্ত পরিশ্রমে ফলে ম্যাচটি সম্পূর্ণ হয়েছে তারা হলেন, আব্দুল কারিম, রুবেল মোল্লা, ফরহাদ রনি, কাজী আসাদুল, উজ্জল হোসেন, রাজু খান, রেজাউল করিম, জাহিদুল হক, মাসুম মোল্লা, হোসেন শিপন, রাজু আহমেদ সহ আরো অনেকে। জিনা বিডি ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে আগামী বছর গুলোতে আরো বড় করে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে।