বাংলাদেশ এসোসিয়েশন মদেনা শাখার আয়োজনে ঈদের জামাত অনুষ্ঠিত
মোহাম্মদ শহিদ মিয়া : বাংলাদেশ এসোসিয়েশন মদেনা শাখার আয়োজনে পবিত্র ঈদ উল আযহার নামাজ দুই জামাতে আয়োজন করেছেন বাংলাদেশ এসোসিয়েশন মদেনা শাখার নেতূবূন্দ গতকাল রবিবার শহরের একটি হলরুমে সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় এতে মদেনায় বসবাস করা প্রবাসী বাংলাদেশীসহ অন্য অন্য দেশের ধর্মপ্রাণ প্রবাসী মুসল্লীরা অংশগ্রহণে করেছেন।
প্রথম জামাতে মাওলানা আহমেদুর রহমানের ইমামতিতে অংশগ্রহন করেন বাংলাদেশ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান প্রধান উপদেষ্টা নুরুল আলম আজাদ, সংগঠনের সভাপতি মাসুদুল আমিন লিটন সিনিয়র সহ সভাপতি জামাল মিয়াসহ বিভিন্ন পদের নেতূবূন্দ এদিকে দ্বিতীয় জামাতে সকাল ৮টায় অংশগ্রহন করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, সহ অনেকে।
খুতবা শেষে মুসলিম উম্মাহ্ সুখ শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এসময় সংগঠনের পক্ষ থেকে জামাতে আগত মুসল্লীদের মাঝে সেমাই, লাচ্ছি পানি বিতরণ করা হয়।
জামাত পূর্ববর্তী সময়ের সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা নুরুল আলম আজাদ, সভাপতি মাসুদুল আমিন লিটন বলেন আমরা প্রতি বছরের ন্যায় এবারও ঈদের জামাতের ব্যবস্থা করেছি এতে প্রবাসী বাংলাদেশিসহ অনেক ধর্মপ্রান প্রবাসীরা অংশ নিয়েছেন ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
সাধারন সম্পাদক জাহিদ মুন্সি ও সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ বলেন বাংলাদেশ এসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে আমরা প্রবাসীরা ঈদের নামাজসহ অন্য অন্য উৎসব গুলো একত্রিত ভাবে পালন করে থাকি ভবিষ্যতেও আমাদের নতুন প্রজন্ম একত্রিত ভাবে প্রবাস জীবনযাপন করবে বলে আমরা আশাবাদী।
সংগঠনের পক্ষ থেকে দেশ ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নেতূবূন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি প্রিন্স মন্ডল,সহ সাধারণ সম্পাদক আবুল বাশার,,আব্দুল মান্নান,সুজন মিয়া,ইমরান আহমেদ আইয়ুব আলী, রাসেলসহ সংগঠনের সকল পর্যায়ের নেতূবূন্দসহ অনেক প্রবাসী বাংলাদেশিরা।