ইতালি ভেনিস শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ইতালি প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তীতে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের নিয়ে পালিত হয়েছে।
রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে ভেনিস শাখা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোর্ আন তেলাওয়াত ,সমবেত জাতীয় সংগীত ও বঙ্গবন্ধু সহ সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেনিস আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কবিরুজ্জামান রোমান। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস শাখা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম ,সহ সভাপতি সুলেমান হোসাইন ,আবুল কালাম আজাদ ,সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন ,প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান ,বিল্লাল হোসাইন ,সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা ,সদস্য মশিউর রহমান ,সহ সাধারণ সম্পাদক জামাল খান ,ডালিম মাহমুদ ,প্রচার সম্পাদক সারওয়ার হোসেন,দেলোয়ার হোসেন ,যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সৈয়াল কালু সহ ভেনিস শাখা আওয়ামীলীগ যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন কামাল উদ্দিন ,শহিদুল ইসলাম ,রাশেদ ভূঁইয়া,ফয়সাল আহমেদ ,মো কামাল আহমেদ ,আজাদ খান ,মোরাদ ডালি ,বাহার ডালি ,নূরে আলম ,সিরাজ মিয়া ,নাসির আহমেদ ,ইকবাল আহমেদ ,আক্তার খান সহ অসংখ্য নেতা কর্মী।
আলোচনা শেষে উপস্থিত সকল নেতাকর্মীদের আনন্দঘনও উৎসৱমুখর পরিবেশে দলীয় স্লোগানে মুখরিত করে কেকে কাটা হয়। এবং নেতাকর্মীদের একে অপরকে খাওয়ানোর মধ্য দিয়ে এবং রাতে একসাথে ডিনারের আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের পরিসমাপ্তি গঠে।