ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে ইতালিতে প্রবাসীদের প্রতিবাদ সমাবেশ
ইসমাইল হোসেন স্বপন, ইতালি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের সমর্থনে ইতালির ভিচেন্সায় আরজিনিয়ানো শহরে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা সংহতি প্রকাশ করেছেন।
রোববার (৪ আগস্ট) বিকেলে আরজিনিয়ানো শহরে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি করেন প্রবাসীরা। এসময় তাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে নানা ধরনের স্লোগান দেন।
রফিকুল ইসলাম মান্না সরদারের সার্বিক সহযোগিতায় ও মাসুদ মোড়লের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব এস এম আলমগীর আজিজুর রহমান রফিকুল ইসলাম মান্না সিকদার মোহাম্মদ কায়েস কাজী সাত্তার ইমরান খান জাফর আহমেদ মোঃ শরিফ উদ্দিন স্বপন খান আব্দুল্লাহ আল মামুন মামুন খান মাইনুদ্দিন প্রিন্স মিন্টু আলম শিবলী সাদিক ইব্রাহিম ইবু মিল্টন খন্দকার অ্যাডভোকেট মনিরুজ্জামান ও মাসুদ চৌধুরী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিভিন্ন শিক্ষার্থী
প্রমুখ।