ইতালিতে কাউন্সিলর পদে বাংলাদেশি তরুণ
ইসমাইল হোসেন স্বপন , ইতালি : ইতালির ভিচেন্সা শহরের মন্তেক্কিও ম্যাগিওর পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে জয়লাভ করে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশি মিয়া এমডি ওয়াজি। তার দেশের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের কাদিপুর (বারবাড়ি) গ্রামে।
ভিচেন্সা শহরের মন্তেক্কিও ম্যাগিওর পৌরসভার নির্বাচনে পিডি দল থেকে ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। এ নিয়ে ভিসেন্সায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তার জয়ে বেশ উচ্ছ্বসিত।
গতকাল শনিবার (১০ আগস্ট ) মন্তেক্কিও ম্যাগিওর পৌরসভায় তার শপথ গ্রহণ অনুষ্টিত হয়। এসময় অনেক বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন। মিয়া এমডি ওয়াজির জয়ে তারা বেশ উচ্ছ্বসিত এবং গর্বিত।
শপথ গ্রহণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SINDACO SIEVIO PARISE বিশেষ অতিথি মিয়া এমডি ওয়াজি।
অনুষ্টানে সভাপতিত্ব করেন আনফর আলী। এছাড়া উপস্থিত ছিলেন আবু মরিম, শামীম আহমেদ, ইমতিয়াজ হোসেন, রুবেল আহমেদ ,আবুল কালাম, শহর আহমেদ, সোহেল মোল্লা, সিরাজুল ইসলাম, আশফাক আমো, এমরান আহমেদ, সুমন আহমেদ প্রমুখ।
কাউন্সিলর হিসেবে জয়লাভ করে মিয়া এমডি ওয়াজি তার প্রধান লক্ষ্য ইতালি এবং বাংলাদেসি দুই সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। এবং তিনি সবাইকে একটি সুন্দর শহর উপহার দিতে চান।