ইতালিতে মৃত ব্যক্তির দাফনের সামগ্রী বিনামূল্যে প্রদান করেন মানবিক মোবারক হোসেন
ইতালি প্রতিনিধি : প্রবাসে কোনো প্রবাসীর মৃত্যু হলে দাফনের কাপড় ও মৃত ব্যক্তির গোসল করার সামগ্রী সংগ্রহ করতে হিমশিম খেতে হয়। দাফনের কাপড় ও উমরাহ করতে যাওয়া তেহরামের কাপড় ও বিনামূল্যে প্রদান করে মানবিক সহায়হতা করেন মোবারক হোসেন। তিনি প্রবেশ জীবনের শুরুর দিক থেকেই দেশে কোনো অসুস্থ রোগীর চিকিৎসা ,মসজিদে সাহায্য ,কবরস্থানে সহায়হতা ,গরিব পরিবারের কন্যার বিয়েতে সাহায্য ছাড়াও প্রবাস থেকে মৃত ব্যক্তির লাশ দেশে প্রেরণ করতে কমিউনিটির সকল কে সাথে নিয়ে যায় কাজগুলো করে থাকেন।
ভৈরবের কৃতি সন্তান প্রবাসে যিনি মানবিক কাজ করে ইতিমধ্য মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত পেয়েছেন মোবারক হোসেন। শনিবার সকালে মানবতার কাজে এগিয়ে আসেন ভেনিস ও ভেনিসের আশেপাশের যে সকল প্রবাসী ভাই ও বোনেরা মৃত্যুবরণ করেন তাদের কাফনের কাপড় এবং ওমরাহর কাপড় বিনামূল্যে উনার নিকট হস্তান্তর করেন ভিসেন্সা শহরের বিশিষ্ট ব্যবসায়ী টাটকা গ্রূপের চেয়ারম্যান এমদাদুর রহমান চৌধুরী ,ভেনিসের বিশিষ্ট ব্যবসায়ী বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও ভৈরবের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সুলেমান হোসেন।
এছাড়াও সব সময় যিনি ভেনিসের মৃত ব্যক্তির খোঁজ খবর থেকে শুরু করে দাফন শেষে লাশ দেশে প্রেরণ পর্যন্ত মানবিক কাজ করেন ভেনিসের কমিউনিটি ব্যক্তিত্ব বাংলা স্কুলের সভাপতি কামরুল সারওয়ার।
মানবিক কাজে সহযোগিতা করার জন্য মোবারক হোসেন উপস্থিত সবাইকে এবং অনেকেই রয়েছেন যারা উপস্থিত ছিলেন না কিন্তু সবসময় মানবিক কাজে সাহায্য করেন তিনি সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং এই কাজগুলো জেনেও সবাইকে নিয়ে করতে পারেন এই কামনা করেন।
উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম ,নূরে আলম ,সুমন সরকার ও সাংবাদিক নাজমুল হোসেন