ভেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ত্রেভিজ বাংলা টাইগার্স ও মাদারীপুর জেলা কল্যাণ সমিতি
ইতালি প্রতিনিধি : জবানী ফের লা উমানিতার আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের আজকে দুইটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেমিফাইনালে শক্তিশালী ত্রেভিজো বাংলা টাইগার্স ক্রিকেট একাদশ এল সি সি ক্রিকেট একাদশ কে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। টসে জয়লাভ করে ত্রেভিজো বাংলা ক্রিকেট একাদশের দলীয় অধিনায়ক নাজমুল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এলসিসি ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ১৩৮ রান সংগ্রহ করে। ১৩৯ রানের জয়ের টার্গেট নিয়ে ত্রেভিজো বাংলা টাইগার্স ক্রিকেট একাদশ নির্ধারিত ওভারের পূর্বে ৫ উইকেটে ১৩৯ রান তুলে ৫ উইকেটে জয়লাভ করে।
খেলায় অসাধারণ ব্যাটিং করে ত্রেভিজ বাংলা টাইগার্স ক্রিকেট একাদশের শরীফ ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন।
ওপর দিকে দিনের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী মাদারীপুর জেলা কল্যাণ সমিতি ভেনিস ক্রিকেট একাদশ জগন্নাতপুর ক্রিকেট একাদশ কে ৭ উইকেটে পরাজিত করে ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়েছে।
আজকের আবহাওয়া অনেকটাই কুয়াশাচ্ছন্ন থাকায় প্রতিটি খেলায় প্রত্যেক দলের খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনে অনেকটা কষ্ট হয়েছে।
খেলা শেষে ত্রেভিজো বাংলা টাইগার্স দলের দলীয় অধিনায়ক ফাইনাল খেলায় ভালো খেলা উপহার দিবেন বলে আশ্বাস দেন। এছাড়া মাদারীপুর জেলা কল্যাণ সমিতির টিম ম্যানেজার সমিতির সভাপতি জামাল খান ও ফাইনালে তার দল জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আজ রবিবার সকাল ১১ টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মোকাবেলা করবে মাদারীপুর জেলা কল্যাণ সমিতি বনাম ত্রেভিজো বাংলা টাইগার্স ক্রিকেট একাদশ।
খেলা পরিচালনা করেন নাজমুল হক ,শাহজালাল ,সাগর চৌকিদার ,রুহেল আহমেদ ,বাসার চৌধুরী,লিটন মল্লিক ,আল ফায়াদ রাফি ,নাজমুল হোসেন ,সানি সরকার ,মিজান আহমেদ।