ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে দোয়া মাহফিল
ইতালি প্রতিনিধি : ইতালিতে ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল ভূইয়া'র পিতা কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু মোসলেম ভূঁইয়ার স্বরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মারঘেরা জামে মসজিদের বাদ মাগরিব ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কুদ্দুস চৌধুরী,উপদেষ্টা নেমাল চৌধুরী,ইকবাল হোসেন,সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ,ইলিয়াস মিয়া,জিল্লাল মিয়া সহ সমিতির অন্য অন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দোয়া মাহফিলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির ইউরোপের প্রতিনিধি সাংবাদিক মাকসুদ রহমান ও সাংবাদিক সজীব আল হোসাইন উপস্থিত ছিলেন।
আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব সৈয়দ জাকারিয়া আল হোসাইন।এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।